আজ থেকে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস মহারাষ্ট্রে, আবহাওয়া দপ্তর জারি করল সতর্কতা

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : প্রাকৃতিক বিপর্যয় যেন আর শেষই হচ্ছে না মহারাষ্ট্রে। প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতির রেশ কাটতে না কাটতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া (Weather)   দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ফের একবার সক্রিয় হয়ে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলে বৃষ্টি ঘটাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।

rain northbengal1

আজ ও কাল মুম্বাই ও সংলগ্ন অঞ্চলগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ফের একবার জলমগ্ন হতে পারে বাণিজ্য নগরী। যার জেরে রাস্তায় স্বাভাবিক যান চলাচল বন্ধ হবে।

Rain 13

অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধার ফলে তা শক্তি বাড়িয়ে ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল বরাবর এগোচ্ছে। এই নিম্নচাপের সঙ্গে আবার জোট বেঁধেছে একটি ঘূর্ণাবর্তও। যার ফলে ওড়িশা, ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কলকাতায় কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঘোর বর্ষা।

kolkata rain

মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করার ফলে বেশ কয়েকটি এলাকায় সোমবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি পঞ্জাব এবং উত্তর প্রদেশে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আবার আবহাওয়াবিদরা জানাচ্ছে, কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টিপাত আসন্ন। সেই কারণে জারী করা হয়েছে রেড অ্যালার্ট।

Kolkata bg20160319090438 1

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মূলত সারাটা দিন মেঘলা আকাশই বিরাজ করবে শহরের বেশিরভাগ অঞ্চলে

 

সম্পর্কিত খবর