আবহাওয়ার খবর: সমস্ত ঝঞ্ঝা সরে গিয়ে কলকাতায় ফিরেছে শীতের আমেজ, কাল থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠান্ডা

বাংলা হান্ট ডেস্কঃ হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, এবছর রাজ্যে তাড়াতাড়ি শীতের আগমন ঘটবে। নভেম্বরের প্রথম থেকে শীতের আমেজ অনুভব করতে শুরু করেছিল রাজ্যবাসী। হঠাৎ বাধ সাধে অকাল বৃষ্টি। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ,ও ঘূর্ণবাতের সৃষ্টির ফলে হঠাৎই বাংলা থেকে উধাও হয়ে যায় শীত। বাড়তে থাকে তাপমাত্রা।

winter9 1578819596 1579582897

আজ থেকে ফের শীতের আমেজ অনুভব করতে পারছে কলকাতা সহ গোটা রাজ্যবাসী।আবহাওয়াবিদদের কথা সত্যি করে আজ ভোর থেকেই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের অনুমান, আগামীকাল থেকে এক ধাক্কায় 5 ডিগ্রি নেমে যেতে পারে তাপমাত্রা।ফলে আগামীকাল থেকেই জাকিয়ে ঠান্ডা অনুভূত করতে পারবে রাজ্যবাসী।

kolkata winter 28 1511843959 1

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে নামবে পারদ। কলকাতার তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রী তে। দক্ষিণবঙ্গের বাকি জেলার তাপমাত্রা 13-14 আশে পাশে থাকবে।

QT bengal winter

যদিও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহ শেষে ফের কমতে পারে শীতের আমেজ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রী। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, কালিংপং সহ একাধিক পার্বত্য এলাকায়।

winter 2


Udayan Biswas

সম্পর্কিত খবর