এক্কেবারে ইউনিক আইডিয়া! এবার বিয়েও হবে মেট্রোয়; খরচ থেকে কোচ বুকিং, জানুন এক ক্লিকেই

বাংলাহান্ট ডেস্ক: শীত মানেই ভারতে শুরু হয়ে যাবে বিয়ের (Wedding) মরশুম। আগে থেকে বুকিং করে না রাখলে বিয়ের অনুষ্ঠানের জন্য ম্যারেজ হল বা রিসর্ট পাওয়া আজকাল খুবই দুষ্কর। বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান, এসব কিছুর জন্য ভাড়া পাওয়া যায় নির্দিষ্ট হল। আবার অনেকে নিজের বাড়ির ছাদ বা উঠোনেও আয়োজন করে থাকেন এই ধরনের অনুষ্ঠানের।

মেট্রোয় (Metro) বিয়ে (Wedding)

তবে যদি আপনি মেট্রোয় (Metro) বিয়ে করতে চান তাহলে কি ভাড়া করতে পারবেন মেট্রোর কোচ? কি বলছে নিয়ম? আজ জেনে নেব সেই ব্যাপারেই। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বা কোথাও যাওয়ার জন্য আপনি বুক করতে পারেন ট্রেনের সম্পূর্ণ কোচ। আইআরসিটিসি’র নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ কোচ ভাড়া করার জন্য প্রদান করতে হবে IRCTC ফুল ট্যারিফ রেট বা FTR।

Wedding

এর মাধ্যমে আপনি সম্পূর্ণ একটি কোচ অথবা একটি ট্রেন রিজার্ভ করতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভারতীয় রেলের মতো মেট্রোতেও কি এই ধরনের বুকিং করা যায়? আপনাদের জানিয়ে রাখি, দিল্লি মেট্রো এবং নয়ডা মেট্রো রেল কর্পোরেশন এই সুবিধা দিয়ে থাকে। দিল্লি মেট্রোর একটি কোচ সম্পূর্ণ ভাড়া (Fare) করতে খরচ হতে পারে ৩০ থেকে ৫০ হাজার টাকা।

আরোও পড়ুন : কত বেতন পান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? হাইকোর্টের চিফ জাস্টিসের বেতন জানেন?

দিল্লি মেট্রোর পক্ষ থেকে এই ধরনের পরিষেবা শুধু প্রদান করা হয়ে থাকে পর্যটক, বিদেশি পর্যটক, সরকারি ও বেসরকারি স্কুলের বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের জন্য পরিচালিত এনজিওগুলিকে। ভাড়া করার জন্য অনুষ্ঠানের ১৫ দিন আগে দিতে হবে আবেদন পত্র। NMRC বুকিং কনফার্ম করলে দিতে হবে লাইসেন্স ফি।

marriage

নয়ডা মেট্রো রেল কর্পোরেশন অবশ্য ২০২০ সালে জানিয়েছিল, যে কেউ চাইলে বিয়ের (Wedding) অনুষ্ঠান বা জন্মদিনের পার্টির জন্য ভাড়া করতে পারেন মেট্রোর কামরা। প্রতি ঘন্টায় কামরা পিছু ভাড়া হতে পারে ৫ থেকে ১০ হাজার টাকা। তার সাথেই আবেদনকারীকে মেনে চলতে হবে মেট্রোর অন্যান্য নিয়ম।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর