‘খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী’, রাজ্য সরকারি কর্মীদের ডিএ টানাপোড়েনের মাঝেই যা হচ্ছে

বাংলা হান্ট ডেস্কঃ দফায় দফায় ডিএ (Dearness Allowance) বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে দাবি পূরণ হয়নি। এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকেই তীব্র আক্রমণ করলেন ডিএ আন্দোলনের অন্যতম একজন নির্ঝর কুণ্ডু।

তিনি বলেন, ‘অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী’। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার (DA Arrear Case) শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বিগত দু’বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে। এমন গুরুত্বপূর্ণ একটি মামলার এখনও শুনানি না হওয়া ভীষণ হতাশাজনক।

dearness allowance

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার একেবারেই ব্যর্থ। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।

dearness allowance

আরও পড়ুন: একধাক্কায় তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, সাথেই হাজির বৃষ্টি: আজকের আবহাওয়া

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা জানিয়েছেন, যতদিন না তাদের ডিএ দাবিপূরণ হচ্ছে, ততদিন তাদের অবস্থান-বিক্ষোভ চলবে। ডিএ ইসুতেই আগামী ২৭ জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নামবেন। জানা যাচ্ছে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল আর তারপর সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহিদ মিনারের পাদদেশে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর