ভোটের দিন মাথা বাঁচাতে হেলমেট পরে বাড়ি থেকে বের হলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে চতুর্থ দফা নির্বাচন। সকাল থেকেই বিভিন্ন দিক থেকে নানা উত্তেজনার খবর প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে সামনে এল আরও একটি অদ্ভূত খবর। তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) সকাল সকাল হেলমেট মাথায় দিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন।

সাধারণ মানুষ কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন, বিজেপির হার্মাদরা সবদিকে দৌড়ে বেড়াচ্ছে- এসমস্ত অভিযোগ করে সকাল সকাল হেলমেট মাথায় দিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। মাথা বাঁচাতেই তিনি হেলমেট পরেছেন বলে দাবি।

khcbchk

রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ‘মাথা বাঁচাতে পরিস্থিতির চাপে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছি। ভোট পাবে না জেনেই বিজেপির হার্মাদরা হামলা করছে সবদিকে। দাপিয়ে বেড়াচ্ছে ওঁরা। সরাসরি মাথায় আঘাত করে মেরে ফেলতে চায় ওঁরা। সুজাতা খাঁ-এর উপর যেভাবে হামলা করা হয়েছে, সেই ভয়েই মাথায় হেলমেট পরেছি। বলা যায় না- ঝড়বৃষ্টি হতে পারে, তাই মাথা বাঁচাতে হেলমেট পরেছি’।

তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, ‘এবারেও মমতা ব্যানার্জি জয়লাভ করবেন। এবারে জিতে তৃতীয় বারের জন্য তিনিই বাংলার মুখ্যমন্ত্রী হবেন’।


Smita Hari

সম্পর্কিত খবর