বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর পালা। বুধবার বিকেলে পোস্তাবাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজো উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সেখানে দাঁড়িয়েই কেউ জুলুম করলে থানায় এফআইআর দায়ের করার পরামর্শ দিলেন তিনি।
‘৩৬৫ দিন মানুষের পাশে থাকি’! বললেন মমতা (Mamata Banerjee)
পোস্তা, বড়বাজার অঞ্চলে বাঙালির থেকে অবাঙালি মানুষ বেশি বসবাস করেন। তাঁদের উদ্দেশে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এই এলাকা মিনি ইন্ডিয়া। তবে আপনারা কী খান, কী পরেন, আপনাদের জাত-ধর্ম কী, এসব নিয়ে কখনও আমরা প্রশ্ন করি না। বাংলা এমন জায়গা যেখানে সবাই মিলেমিশে থাকতে পারে’।
একইসঙ্গে এদিন ব্যবসায়ীদের বিরুদ্ধে জুলুম নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) উদ্বোধন মঞ্চে দাঁড়িয়েই সোজা এফআইআর দায়ের করার কথা বলেন তিনি। মমতা বলেন, ‘কেউ যেন জুলুম না করে। জুলম করলে এফআইআর করবেন’।
আরও পড়ুনঃ ‘৪ সপ্তাহ পর…’! আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিল CBI! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিন মমতা স্মরণ করিয়ে দেন, তিনি শুধুমাত্র ভোটের জন্য নয়, বরং সারাবছর মানুষের পাশে থাকেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা তো মানবেন শুধুমাত্র ভোটের জন্য আমি এখানে আসি না। এখানকার তিনটে আসনেই বিজেপি জয়ী হয়। ওটা কথা নয়। তবে আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি’। একইসঙ্গে পদ্ম শিবিরকে কোকিলের সঙ্গেও তুলনা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘কোকিল কুহু কুহু করে চলে যায়। তবে কাক রোজ আসে। কাকের ডাক ভালো নাও লাগতে পারে। তবে মনে রাখবেন, কাকই কিন্তু রোজ আসে’। এদিন পোস্তাবাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকেও মমতার (Mamata Banerjee) তারিফ করা হয়। বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তাঁর সবদিকে নজর থাকে। ব্যবসায়ীদের একাংশের তরফ থেকে জুলুম নিয়ে অভিযোগ করা হলে, মুখ্যমন্ত্রী সরাসরি থানায় এফআইআর দায়ের করার পরামর্শ দেন এদিন।