ভোটের আগেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার বোমা ফাটালেন মমতা!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগেই বিরাট ধাক্কা। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Arrest)। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে AAP জানিয়ে দিয়েছে, গ্রেফতার হলেও দিল্লির মুখ্যমন্ত্রীর পদে আসীন থাকছেন কেজরিওয়াল। এবার এই ঘটনায় সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে এই দাবি করে নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো। কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির নিন্দার পাশাপাশি নির্বাচনে কমিশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, শুক্রবার ইন্ডিয়া জোটের তরফ থেকে কমিশনে যাওয়া হবে। সেখানে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন ডেরেক ও ব্রায়েন এবং নাদিমুল হক।

মমতা লেখেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আমি তীব্র নিন্দা করছি। আমার সমর্থন এবং সংহতি জানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে শ্রীমতী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যেভাবে জনগণের দ্বারা নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের বারবার নিশানা এবং গ্রেফতার করা হচ্ছে তা আপত্তিজনক। অথচ বিজেপি সমর্থিত হলে সিবিআই/ইডি আতসকাঁচের নীচে থাকলেও তাঁদের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত’।

আরও পড়ুনঃ মোদী তো…! বহরমপুরে এসেই ইউসুফ বললেন, ‘এটাই তো আমার ঘর, আমি এখানে থাকতে এসেছি’

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী লেখেন, আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরেও যেভাবে বিরোধী নেতাদের নিশানা করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে তার বিরুদ্ধে শুক্রবার ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনে যাবে। কমিশনের সঙ্গে এই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব কারা করবেন সেটাও জানান মমতা।

mamata banerjee on arvind kejriwal arrest

প্রসঙ্গত, বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালকে আগাম জামিন দেয়নি দিল্লি হাই কোর্ট। এরপর থেকেই কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা করছিল AAP। সেই কারণে শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আপিলের প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়। তবে তার আগেই বিপত্তি! গতকাল রাতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন সোরেনকেও গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারির আগে তিনি পদত্যাগ করেন। কিন্তু কেজরিওয়াল এখনও দিল্লির মুখ্যমন্ত্রীর পদে আসীন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদে আসীন থাকাকালীনই গ্রেফতার করা হয়েছে তাঁকে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর