পশ্চিমবঙ্গে করোনা পজেটিভ রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪০, আক্রান্ত ১৩০০ পার!

Bangla Hunt Desk: গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে (West Bengal) করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। গতকালে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২৫৯ আর ৮৫ টি বেড়ে হল ১ হাজার ৩৪৪। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। মোট করোনায় আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮। এছাড়াও মৃত্যুর আগে এবং পরে যেসমস্ত রোগীর মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে সেটির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০। আজ এই কথা নবান্নের বৈঠকে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

alapan

স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানান, ৪৬ জন গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪। গতকাল সকাল পর্যন্ত এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে ছিল। এবং মৃতের সংখ্যাও অনেক কম ছিল।

এরপর গতকাল দুপুরে নবান্নের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা স্বীকার করে নেন যে, এরাজ্যে করোনার সঠিক সংখ্যা সরকারের কাছে নেই। উনি জানান, রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ল্যাবে করোনার পরীক্ষা হয়েছে আর সেগুলো রাজ্যের কাছে না আসার ফলে করোনায় আক্রান্তদের সংখ্যা সঠিক ভাবে জানা নেই।

এরপর তিনি সাংবাদিক বৈঠকে স্বীকার করেন যে, রাজ্যে মোট ১ হাজার ২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মুখ্য সচিবের এই বৈঠকের পর কোভিড ১৯ এর মৃতের সংখ্যা আপডেট হয়ে একলাফে বেড়ে দাঁড়ায় ১৩৩। গতকালের পর থেকেই এই প্রথম রাজ্যের সাথে কেন্দ্রের হিসেব মিলল। এতদিন ধরে যেই হিসেব লুকিয়ে রাখার অভিযোগ করছিল বিরোধীরা, সেটি এখন মিলেছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর