বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের কর্মীদের (State Govt Employees) জন্য বড় সুখবর। এবার মহাবীর জয়ন্তীর (Mahavir Jayanti) ছুটির দিন বদল করল রাজ্য। যার ফলে এপ্রিল মাসের শুরুতেই টানা ৩ দিন ছুটি পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে নবান্ন (Nabanna) তরফে এ কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী মহাবীর জয়ন্তীর ছুটি এপ্রিলের ৪ তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে শনিবারই সেই ছুটির দিন বদল করা হয়। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৪ তারিখের বদলে আগামী ৩ এপ্রিল অর্থাৎ সোমবার মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
যার ফলে সোমবারও ছুটিই থাকছে সরকারি দফতর। শনি ও রবিবার এমনিতেই ছুটি, এবার তাতে যোগ হল সোমবারও। ফলে বলতে গেলে একদিকে আখেরে লাভই হল সরকারি কর্মচারীদের। সব মিলিয়ে এপ্রিলের শুরুতেই টানা তিনদিন পকেটে ছুটি চলে এল তাদের।
নবান্ন সূত্রে খবর, ওই তিন দিন স্কুল, কলেজের পাশাপাশি বন্ধ থাকবে রাজ্য সরকারি সমস্ত অফিসও। তবে অন্যদিকে, সরকারি কর্মচারীদের একাংশ মনে করছে, রাজ্যজুড়ে চলতে থাকা ডিএ আন্দোলনের তাপ কিছুটা কমাতেই টানা ছুটি ঘোষণা রাজ্যের।