‘DA ৪০,০০০ শতাংশ বাড়ালেও খুশি হব না’, ক্ষোভে যা ঘটাতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা, চাপে মমতা

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে গতকাল ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (State Budget 2024) পেশ করলেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে পেশ করা বাজেটে কল্পতরু মমতা সরকার। রাজ্যের প্রতিটি ঘোষণাতেই একের পর এক চমক। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধি করেছে (Dearness Allowance) মমতা সরকার।

প্রসঙ্গত, গত বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৩% ডিএ এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। আরও ৩% বাড়িয়ে ৬% ডিএ করা হয়েছিল তাদের। তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা। তাদের ক্ষোভ আরও বাড়তে থাকে। সম্প্রতি আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য। বর্তমানে ১০% করে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। এরই মধ্যে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি।

তবে সরকারের এই ঘোষণায় কি সত্যিই খুশি সরকারি কর্মীরা? একেবারেই না। উল্টে তাদের দাবি, গত এক বছরে ১১ শতাংশ ডিএ বৃৃদ্ধির ঘোষণা করা হলেও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের সঙ্গে ফারাক প্রায় ৩০ শতাংশের বেশি। এই পরিস্থিতিতে আজ শুক্রবার প্রতীকী অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি আগামী ২২ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে যৌথ মঞ্চের তরফে। ঘটনাচক্রে এদিন উচ্চমাধ্যমিকের একাধিক বিষয়ের পরীক্ষা আছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক এবং রাজ্য সরকারি কর্মচারীরা শুক্রবার প্রতীকী অনশন করতে চলেছেন বলে জানা গিয়েছে। বাজেটে ৪% ডিএ বৃদ্ধির প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা রাজীব দত্ত বলেন, লোকসভা ভোটের আগে ‘ললিপপ’ দেওয়া হল। ফের ৪ শতাংশ! এটা ৪০,০০০ শতাংশ হলেও আমরা তাতে খুশি হতাম না। আমরা চাইছি স্থায়ী নির্দেশনামার মাধ‍্যমে AICPI অনুযায়ী প্রত‍্যেক বছরে দু’বার মহার্ঘ্য ভাতা দেওয়া হোক। ‘ পাশাপাশি তার বক্তব্য বর্তমানে যে ৩৬ শতাংশ বকেয়া আছে, সেটাও যাতে মিটিয়ে দেয় রাজ্য। এই ডিএ জট কাটাতে মুখ্যমন্ত্রী যাতে একবার তাদের সাথে দেখা করেন সেই আর্জিও রেখেছেন তিনি।

mamata da

আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই লটারি! পড়ুয়ারা পাবে স্মার্টফোন, শর্ত সহ বিরাট ঘোষণা রাজ্য সরকারের

প্রসঙ্গত, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বর্তমানে ৪৬ শতাংশ। যা শীঘ্রই বেড়ে ৫০ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। এই আবহে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ফারাক থেকে যাচ্ছে ৩২%.

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর