শালীনতার মাত্রা ছাড়ালেন মমতার মন্ত্রী, প্রকাশ্যে রাষ্ট্রপতির রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না তৃণমূলের। একাধিক দুর্নীতিতে জড়িয়ে ইতিমধ্যেই ব্যাকফুটে রয়েছেন দলের হেভিওয়েট নেতারা। এরই মধ্যে নতুন বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। রাজ্য রাজনীতিতে ইদানিং শালীনতার ধার ধারছেন না কেউই। তবে এবার যেন বেশ কয়েকগুণ ছাড়িয়ে গেলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রীতিমতো অশালীন মন্তব্য করলেন তৃণমূলের এই নেতা।

নন্দীগ্রামের একটি সভায় বক্তব্য রাখছিলেন অখিল গিরি। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে প্রশ্ন তুলে নয়া বিতর্কের জন্ম দিলেন রাজ্যের মন্ত্রী। অখিল গিরিকে সাধারণত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীকে কথায় কথায় আক্রমণ করতে দেখা যায়। তবে এবার রাষ্ট্রপতির রূপ নিয়ে বেলাগাম হতে দেখা গেল তাঁকে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এই ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য।

অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, অখিল গিরি বলছেন, ‘তৃণমূল কাউকে রূপ দিয়ে বিচার করি না। শুভেন্দু বলেছে, আমায় দেখতে ভাল নয়। তোমায় দেখতে কেমন? তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ তবে কোন পরিপ্রেক্ষিতে অখিল গিরি এই কথা বলেছিলেন তা স্পষ্ট নয় এই ভিডিও থেকে। অমিত মালব্য যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটি মাত্র ১২ সেকেন্ডের। 

ভিডিওতে দেখা যায়, অখিলবাবুর বিতর্কিত মন্তব্যের সময় সেখানে দাঁড়িয়ে রয়েছেন কুণাল ঘোষ। উল্লেখ্য, এর আগে অখিল গিরিকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বইলেছিলেন, ‘দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।’ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দুর কথার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন অখিল গিরি। 

রাজ্যের মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে অমিত মালব্য টুইটারে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য অখিল গিরি। তিনি বলছেন, আমরা রূপের বিচার করি না। তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে? মুখ্যমন্ত্রী সব সময়েই আদিবাসী বিরোধী। তিনি রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি। এখন এই ঘটনা। লজ্জাজনক!’ অখিল গিরির এমন মন্তব্যের নিন্দা করে করে টুইট করেছেন বিজেপই-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সুকান্ত প্রশ্ন করেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার আদিবাসীদের এত ঘৃণা করেন কেন?’

Subhraroop

সম্পর্কিত খবর