বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের একশো দিনের কর্ম প্রকল্পের আওতায় ব্রাহ্মণ নয়নের দিকে নজর দেওয়া হয়। পুকুরের মাটি কাটা থেকে শুরু করে রাস্তাঘাট উন্নয়ন এবং অন্যান্য বিভিন্ন উন্নতির দিকে নজর দেওয়া হয় এ বার সেই সারা দেশের একশো দিন প্রকল্পের মধ্যেই এই নিয়ে চারবার প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে এই সুখবর ঘোষণা করা হয়েছে।
এইরাজ্যে একশো দিনের প্রকল্পে বেশ কিছু কর্মী নিয়োগ করা হয়ে থাকে যারা রাজ্য জেলা গ্রাম পঞ্চায়েত সহ একেবারে নিচু স্তর অবধি কঠোর পরিশ্রমের কাজ করে থাকেন অথচ এই কাজের জন্য একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল কিন্তু তা সত্ত্বেও এ বার দেশের বুকে একশো দিন প্রকল্পে বাংলার মাথায় উঠল সেরার সেরা মুকুট।সৃজনশীলতার দিকে এগিয়ে রয়েছে বাংলায়।
এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে এর আগে কেন্দ্রীয় সরকার আরও একটি প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গই এগিয়ে আছে তবে এর পর সেরার সেরা হয়েছে বাংলা। যদিও প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাঁকুড়া কোচবিহার কারণ সর্ব ভারতীয় স্তরের সেরা কাজের শিরোপা পেয়েছে বাঁকুড়া এবং কোচবিহার এ ছাড়াও রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নাম।
আর এই প্রসঙ্গে রাজ্যবাসীকে লিখিত বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ঘোষণা অনুযায়ী একশো দিনের সারা ভারতের মধ্যে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ একই সঙ্গে ফেসবুকে তিনি একটি পোস্ট লিখে সকলকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বাঁকুড়া কোচবিহার ও দক্ষিণ চব্বিশ পরগনার সাফল্যের জন্যও খুশি তিনি এমনটাই জানিয়েছেন মমতা।