বাংলা হান্ট ডেস্ক: কম্বল-সোয়েটারেও ঠান্ডা মানছে না। উত্তর থেকে দক্ষিণ, কাঁপছে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা ওঠানামা করলেও হাড়কাঁপানো ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বছরের শেষ ৩টে দিন পারদ সেভাবে পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রায় একই রকম তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। এরপর ৩১ ডিসেম্বর থেকে পারদ চড়বে। নতুন বছরের শুরু থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের উর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ফলে সামান্য কমতে পারে শীতের অনুভূতি।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চার দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। কুয়াশার দাপট কিছুটা কমেছিল কয়েকদিনে। ফের কুয়াশার দাপট বাড়বে সকালের দিকে। তবে বেলা বাড়লে আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে।
আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি বছরের শেষ কয়েকটা দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩- ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: IPL-এর আগে দুরন্ত ফর্মে! হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ব্যাটে ঝড় তুললেন KKR-এর তারকা প্লেয়ার
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কোচবিহারের কিছু অংশে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যতে নেমে আসছে।












