বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা ঘণ্টা। তারপর রাত পোহালেই ২০২৫। গোটা ডিসেম্বর জুড়ে জমিয়ে ঠান্ডা পড়েনি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। একদিকে ছিল নিম্নচাপ ও অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। যার জেরে শীত থেকে বঞ্চিত থাকতে হয়েছে দক্ষিণবঙ্গের মানুষকে। তবে এবার বদলাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানাচ্ছে, পারদ পতন আজ থেকেই।
১ লা জানুয়ারি থেকে হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ ২ তারিখ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। পাশাপাশি নামবে তাপমাত্রাও। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ২-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।
হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল থেকে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও।
এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা এক লাফে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। যদিও প্রবল শীতের সম্ভাবনা এখনও নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। একটু একটু করে পারদ পতন হবে।
আরও পড়ুন: শারীরিক অবস্থার উন্নতি হতেই হাসপাতালে “বিশেষ গানে” নাচ জুড়লেন কাম্বলি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা
আগামীকাল থেকে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও। উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জায়গায় শুষ্ক থাকবে আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কুয়াশা থাকবে । তাপমাত্রা আরও নামতে শুরু করবে নতুন বছরে।