বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে তীব্র তাপমাত্রার জেরে নাজেহাল সকলে। মাঝে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিক কমলেও ফের একবার বেড়েছে গরম। এরই মাঝে আজ থেকে শুরু করে আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। গরম বাড়তে দেখে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। আগামী ৩ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
আগে ছুটির তালিকা অনুযায়ী স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। শেষ হবে ২ জুন। তবে হঠাৎ ভয়াবহ তাপপ্রবাহের জেরে এপ্রিলের শেষ থেকেই সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। এবার তাপমাত্রা কমায় প্রশ্ন উঠছে কবে শেষ হচ্ছে গরমের ছুটি? এবার কী তবে স্কুল খুলে যাচ্ছে?
আপাতত গরমের ছুটি কবে শেষ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি গরমের ছুটি (Summer Vacation) বাতিল করে ফের স্কুল খোলার দাবি জানায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। দুই শিক্ষক সংগঠনের দাবি, এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক। কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন নাহয় ছুটি দেওয়া হোক।
আরও পড়ুন:৪০ ডিগ্রিতেও গায়ে চাদর! এক টান দিতেই CPIM কর্মীর পর্দাফাঁস! গাদা গাদা টাকা দেখে চোখ ছানাবড়া
কিন্তু ২২ এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হলেও সেই ছুটি শেষ কবে হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে তবেই স্কুল খোলার ঘোষণা হবে। সরকারিভাবে কিছু না জানানো হলেও কিছু কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের সরকারী স্কুলগুলো খোলার সম্ভাবনা রয়েছে।