বাংলাহান্ট ডেস্ক : মাঝ আকাশে যুদ্ধবিমান নিয়ে কামাল দেখানো অবাঙালি ও বিদেশী পাইলটদের তালিকায় এবার যুক্ত হল বঙ্গ (West Bengal) সন্তানের নাম। একমাত্র বাঙালি পাইলট হিসাবে উত্তর ২৪ পরগনার ইছাপুরের শুভাগত জোয়ারদার ‘তেজস’ নিয়ে মাঝ আকাশে তৈরি করলেন নতুন ইতিহাস।
বঙ্গ (West Bengal) সন্তান শুভাগতের বেনজির কীর্তি
সম্প্রতি “Aero Ban Show 2025” এর আয়োজন করা হয়েছিল কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর ইয়াহালঙ্কা এয়ারবেসে। “Aero India 2025” এয়ার শো নামেও পরিচিত এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন এশিয়া মহাদেশের সর্বপটু যুদ্ধবিমান ও ফাইটার পাইলটরা। বহু বিদেশি ও অবাঙালি পাইলটরা নিজেদের দক্ষতা ও কেরামতি প্রদর্শন করেন এফ-১৬ থেকে রাফাল, সুখোই-৩০ থেকে শুরু করে সরং হেরিকপ্টার নিয়ে।
আরোও পড়ুন : TRP তুলেও “কদর” নেই সোনার সংসারে, মাত্র ২০ বছর বয়সে ‘ফুলকি’ দিব্যানীর পারিশ্রমিক কত জানেন?
এই প্রদর্শনী অনুষ্ঠানে একমাত্র বাঙালি পাইলট হিসাবে ইছাপুরের শুভাগত জোয়ারদার ‘তেজস’ যুদ্ধবিমান নিয়ে খেল দেখালেন মাঝ আকাশে। “Aero India 2025” এয়ার শোয় ভারত তো বটেই, এশিয়ার বিভিন্ন দেশের দক্ষ পাইলটরা এসেছিলেন নিজেদের দক্ষতা ও কীর্তির স্বাক্ষর রাখতে। এই প্রদর্শনী অনুষ্ঠানে বাংলার (West Bengal) ছেলে শুভাগত ছিলেন একমাত্র বাঙালি পাইলট।
আরোও পড়ুন : জিভে জল আনা ফুচকা থেকে ভাইরাল “উজ্জ্বলদার বিরিয়ানি”! কী কী ছিল জি সোনার সংসারের মেনুতে?
প্রায় আধঘন্টা ধরে শুভাগত ‘তেজস’ (Tejas) নিয়ে নানান রকম কীর্তি প্রদর্শন করেন সকলের সামনে। ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তালিকায় নয়া সদস্য ‘তেজস’কে নিয়ে উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফট এই ‘তেজস ‘। ২০২৩ সালে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেজস যুদ্ধবিমানে সওয়ার হন।
সেই সময় নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে নরেন্দ্র মোদি নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে লেখেন, ‘সফলভাবে তেজসে একটি যাত্রা সম্পন্ন করেছি। এটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। উল্লেখযোগ্যভাবে আমাদের দেশের পুরনো বিমানগুলির ক্ষমতার প্রতি আমাদের আস্থা বাড়িয়েছে। আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব ও আশার সঞ্চার করেছে।’