বাংলা হান্ট ডেস্কঃ নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা ১৮ ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে চার ঘণ্টার জন্য রেল রোকো আন্দোলনের ঘোষণা করেছে। এবার কৃষকদের এই ঘোষণার সমর্থনে নামল আইনজীবীরা। উত্তর প্রদেশের হাইকোর্টে বেঞ্চ সংঘর্ষ সমিতির আইনজীবীরা আগামী ১৮ ফেব্রুয়ারি হড়তালের ঘোষণা করেছে।
আরেকদিকে, কৃষক আন্দোলনের পোস্টার বয় ভারতীয় কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকাইত আরও একবার সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। টিকাইত বলেছেন, সরকার কৃষকদের রোখার জন্য রাস্তায় বড়বড় পেরেক লাগিয়েছিল। আমরা সেই পেরেক না হটিয়ে সেখান থেকে ফেরত যাব না। রাকেশ টিকাইত বলেন, RSS যেমন ডাণ্ডা নিয়ে হাঁটে, আমদের কর্মীরাও ডাণ্ডা নিয়ে হাঁটবে। যতদিন না সরকার RSS কর্মীদের রুখবে, ততদিন আমাদের কর্মীরাও লাঠি ডাণ্ডা নিয়ে প্রস্তুত থাকবে।
বলে রাখি প্রথমের দিকে কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লীর সিঙ্ঘু বর্ডার। কিন্তু ২৬ জানুয়ারি ট্রাক্টর র্যালিতে হিংসা হওয়ার পর ২৮ জানুয়ারি রাকেশ টিকাইত গাজীপুর বর্ডারে ধরনায় বসে পড়েন।
রাকেশ টিকাইত বলেন, সরকার ওনাকে মারার প্ল্যান করছে। টিকাইতের কান্নার পর আন্দোলনের ফোকাস গাজীপুর বর্ডারে গিয়ে পড়ে। বিভিন্ন দলের নেতা গাজীপুর বর্ডারে পৌঁছে নিজের সমর্থন দেন। আর সেই কারণে আন্দোলনের পোস্টার বয় হয়ে ওঠা রাকেশ টিকাইত রোজই সরকারকে নতুন নতুন হুমকি দিচ্ছে।