মুখ ফসকে ফাঁস পরিবারের গোপন কথা! তড়িঘড়ি ডিলিট কেবিসি প্রোমো, কী এমন বলেছিলেন অভিষেক?

বাংলাহান্ট ডেস্ক : অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই বচ্চনের সংসারে কী চলছে সেই দিকেই নজর এখন আমজনতার। বলিউডের নামজাদা পরিবার বচ্চন পরিবার। আর সেখানেই কিনা এমন কাণ্ড! আলাদা হতে বসেছেন ছেলে বউমা। নেপথ্যে কারণ হিসেবে কখনও উঠে আসছে সম্পত্তি নিয়ে বিবাদ, কখনও আবার অভিষেকের (Abhishek Bachchan) পরকীয়া সম্পর্কের গুঞ্জন। এর মাঝেই অমিতাভ বচ্চনের কউন বনেগা ক্রোড়পতি শো উঠে এল চর্চায়। কিন্তু কেন?

কেবিসিতে বেফাঁস অভিষেক (Abhishek Bachchan)

দীর্ঘদিন ধরে কেবিসি শোয়ের সঞ্চালনা করে আসছেন অমিতাভ। সম্প্রতি একটি প্রোমো শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিষেক (Abhishek Bachchan)। কিন্তু প্রোমো ভিডিওটি শেয়ার করা হলেও কিছুক্ষণ পরেই তা মুছে ফেলা হয় নেট মাধ্যম থেকে। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

What did abhishek bachchan say in kbc promo

কী এমন বলেছিলেন জুনিয়র বচ্চন: কী ছিল ওই প্রোমো ভিডিওতে? প্রোমোতে দেখা গিয়েছিল, শোতে অমিতাভের সামনের আসনে বসে একের পর এক গুগলি ছুড়ছেন জুনিয়র বচ্চন। হঠাৎ করেই বাবার নকল করে অভিষেক (Abhishek Bachchan) বলে ওঠেন, ‘আপনারা জিতেছেন ৭ কোটি টাকা!’ শুনে হাসি চাপতে পারেননি অমিতাভ। তবে অভিষেক কিন্তু এখানেই থেমে থাকেননি।

আরো পড়ুন : বাসন কারখানায় গোপন কুঠুরি, দিনের পর দিন চলত এই কুকর্ম! অবশেষে পর্দাফাঁস করল কলকাতা পুলিশ

দ্রুত মুছে ফেলা হয় প্রোমো: এরপরেই অভিষেক (Abhishek Bachchan) বলে ওঠেন, তাঁদের বাড়িতে বাচ্চারা একসঙ্গে থাকলে আর সেখানে অমিতাভ থাকলে সকলে এমনভাবেই ‘সাত কোটি টাকা’ বলে চিৎকার করে ওঠে। এদিকে অভিষেকের (Abhishek Bachchan) মুখে একথা শুনে হতভম্ব হয়ে যান অমিতাভ। অদ্ভূত ভাবে কিছুক্ষণ পরেই উড়িয়ে দেওয়া হয় প্রোমো ভিডিওটি। বর্তমান পরিপ্রেক্ষিতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি অভিষেক (Abhishek Bachchan) এমন কোনো গোপন কথা ফাঁস করে ফেলেছিলেন যার জন্য অস্বস্তিতে পড়তে হত বচ্চন পরিবারকে? তবে প্রোমো ডিলিট করার বিষয়ে চ্যানেলের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

আরো পড়ুন : মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়ে “আপত্তিকর” পোস্ট! ইতিমধ্যেই গ্রেফতার ৩৯, প্রশ্নের মুখে বাকস্বাধীনতা

প্রসঙ্গত, শোনা যাচ্ছে অভিষেক এবং ঐশ্বর্য নাকি দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। কিন্তু এর নেপথ্যে সঠিক কারণ কী তা এখনো স্পষ্ট নয়। আবার মাঝে এও শোনা গিয়েছিল, পরিচালক মণি রত্নমের ছবিতে নাকি ফের জুটি বাঁধতে চলেছেন অভিষেক ঐশ্বর্য। তবে এ বিষয়েও মুখ খোলেননি কেউ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর