বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, পাটের দাম ও জুটমিল কর্মীদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন বিজেপির সাংসদ অর্জুন সিং। বর্তমানে পাটের দাম প্রসঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিজেপি সাংসদ অর্জুন সিং-এর মন্তব্য রাজনৈতিক জল্পনার সৃষ্টি করেছে। আর এর মাঝেই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্র চিঠিও দিতে চলেছেন বলে জানান অর্জুন সিং। এই ঘটনাটি সামনে আসতেই অর্জুন সিংহের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি যেভাবে একাধিক বিজেপি নেতা দল ছেড়ে তৃণমূলে যোগদান করে চলেছেন, সেই তালিকায় এবার অর্জুন সিং-এর নাম সংযুক্ত হবে কিনা, এ প্রসঙ্গে অর্জুনবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “পুরনো দল কিংবা নতুন দলের কোনোরকম প্রসঙ্গ এখানে নেই। বর্তমানে আমার এই লড়াইটি হলো সম্পূর্ণ ভিন্ন। আপনারা দল থেকে বেরিয়ে যাওয়া কিংবা অন্য দলে যোগদান করার ব্যাপার নিয়ে প্রশ্ন করবেন না।”
সম্প্রতি রাজীব ব্যানার্জি থেকে শুরু করে মুকুল রায় এবং বাবুল সুপ্রিয় সহ একাধিক নেতারা যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, সেভাবেই কি বিজেপি দল থেকে অপর এক নেতার শাসক দলে আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা! এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। পাটের দাম নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে তাঁর বাদানুবাদের পরিস্থিতি সেই জল্পনাই উসকে দিয়েছে। এই প্রসঙ্গে এদিন অর্জুন সিং বলেন, “আমি বর্তমানে ধাপে ধাপে মুভমেন্ট করছি। এর আগে আমি বামপন্থীদের বিরুদ্ধে লড়েছি আর এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রেখেছি। বর্তমানে পাটের দাম প্রসঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছি। এলাকায় জুট মিলের সঙ্গে যুক্ত আমার অনেক ভোটার রয়েছেন, যারা বর্তমানে সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই বিষয়টি আমি মুখ্যমন্ত্রীকে জানাব।”
এছাড়াও তিনি বলেন, “জুট কমিশনার মলয় চক্রবর্তী প্লাস্টিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাট শিল্পকে শেষ করে দিতে চাইছেন। এই সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত নন, আমি দেখা করে সব কথা জানাবো।” অন্যদিকে, শুভেন্দু অধিকারীকে অর্জুন সিংকে নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অর্জুন শিঙ জুটকর্মীদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন, এতে ভুল কোথায়? উনি এর পরে বিজেপির পার্টি অফিসে ঢুকে মিটিংও করেছেন। শুভেন্দুবাবু বলেন, মিডিয়া ইচ্ছা করে অর্জুন সিংয়ের দলবদলের জল্পনা তৈরি করছে।