ভারতের সাথে লাগতে আসার ফল! এবার বুঝবে মলদ্বীপ, কি জানালেন মুইজ্জু?

বাংলা হান্ট ডেস্ক: মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট তথা চিনপন্থী মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) ভোটে জিতে আসার পর থেকেই মলদ্বীপবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রতিরক্ষা এবং খাদ্যখাতে ভারতের (India) ওপর মলদ্বীপের নির্ভরতা কমিয়ে আনবেন। শুধু তাই নয়, মলদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনার সরে যাওয়ার বিষয়ে আগেই ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন মুইজ্জু। মূলত, ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তির অধীনে হেলিকপ্টার পরিচালনাকারী ভারতীয় সৈন্যদের দ্বিতীয় ব্যাচ গত ৯ এপ্রিল মলদ্বীপ থেকে রওনা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই ঘোষণা করেছেন।

চলতি মাসের শেষ দিকে হতে চলা সংসদীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রচার অনুষ্ঠানে গত শুক্রবার মুইজ্জু এই তথ্য দেন। সেখানকার স্থানীয় মিডিয়া মুইজ্জুকে উদ্ধৃত করে জানিয়েছে যে, “সেনাদের প্রথম দল চলে গেছে। ৯ তারিখ সেনাদের দ্বিতীয় দলও পাড়ি দিয়েছে।”

What did the President of Maldives Mohamed Muizzu say.

Edition.news পোর্টাল তার সংবাদে মুইজ্জুকে উদ্ধৃত করে বলেছে, “আর একটি প্ল্যাটফর্ম বাকি আছে। যেহেতু উভয় দেশ ইতিমধ্যে স্বাক্ষর করেছে, তাদেরও (বাকি ভারতীয় সামরিক কর্মীদের) ১০-মে এর আগে প্রত্যাহার করা হবে। তারা চলে যাবে।” তবে, মলদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রক বা ভারত কেউই ওই দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করেনি। মলদ্বীপ সরকারের মতে, সেখানে একটি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান পরিচালনার জন্য ৮৮ জন ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছিল। ভারতীয় সেনাদের প্রথম দল ১১ মার্চ মলদ্বীপ ত্যাগ করে।

আরও পড়ুন: ফের ভারত বিদ্বেষী নিকেশ পাকিস্তানে, লাহোরে ভরা বাজারে খুন সরবজিতের হত্যাকারী

এবার কি করবেন চিনপন্থী মুইজ্জু: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে চিনের খুব কাছের বলে মনে করা হয়। ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। “ইন্ডিয়া আউট” স্লোগান দিয়ে নির্বাচনী মাঠে নেমেছিলেন তিনি। এদিকে, তিনি রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথেই, মুইজ্জু চিন সফরে গিয়ে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দেখা করেন এবং ২০ টি বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি করে চিনের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেছিলেন।

আরও পড়ুন: কেন KKR-এর প্রথম একাদশে জায়গা হল না রিঙ্কু সিংয়ের? ফাঁস হল আসল কারণ

এমতাবস্থায়, ভারতের সাথে সম্পর্কে ক্রমাগত অবনতি হওয়ায় তার প্রভাব মলদ্বীপের অর্থনীতিতেও পড়তে শুরু করে। সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। এই কারণে মলদ্বীপ এখন আবার ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। মলদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর ভারতের একাধিক বড় শহরে রোড শো আয়োজন করার পরিকল্পনা করেছে। যাতে ভারতীয় পর্যটকদের সংখ্যা আবার বাড়ানো যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর