বিশ্বের এমন একটি গ্রাম যেখানে সকলে ঘুরে বেড়ায় নগ্ন হয়ে, পেছনে রয়েছে এক বিশাল রহস্য

বাংলাহান্ট ডেস্ক : ইউকে বা ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের স্পিলপ্ল্যাটজ নামের একটি গ্রাম আছে, যেখানে লোকেরা কাপড় ছাড়াই ঘুরে বেড়াতে পারে। এখানে কেউ কিছু মনে করে না, লোকেরা এখানে খোলাখুলিভাবে সম্পূর্ণরূপে নগ্ন ঘুরে বেড়ায়। ‘স্পিলপ্ল্যাটজ’ (Spielplatz) শব্দের অর্থ খেলার মাঠ, আবার গ্রামটিকে গোপন গ্রাম হিসেবেও দেখা হয়।

বছরের পর বছর মানুষ এখানে পোশাক আশাক ছাড়াই স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায়। শুধু বাচ্চা নয় রীতিমতো বয়স্ক মানুষ তথা তরুণ তরুণীরাও এখানে দিব্যি কাপড় ছাড়া ঘুরে বেড়াতে পারে। জেনে রাখা দরকার যে, ৯০ বছরের বেশি সময় ধরে মানুষ এভাবেই এখানে জীবন কাটাচ্ছে। এই সম্প্রদায়টি ১৯২৯ সালে চার্লস ম্যাককস্কি-র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতি ও শহরে বসবাসকারী মানুষের মধ্যে কোন পার্থক্য নেই, তাই তিনি এই সম্প্রদায়ের বাকি মানুষদের ওপর জোর দেন যেন তাঁরা পোশাক না পরে।

এই সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন যে ঈশ্বর মানুষকে বস্ত্রহীন করে জন্ম দিয়ে পাঠিয়েছেন, এমন পরিস্থিতিতে তাঁদের পোশাক পরিধান করা সঠিক নয়, এতে ঈশ্বরকে অপমান করা হয়। এখানকার মানুষের অনেক বিলাসবহুল বড় বাড়ি, সুইমিং পুল, বার ইত্যাদি রয়েছে। এমনকী এই গ্রামে দুটি শয়ন কক্ষ যুক্ত একটি বাংলো বাড়ি আছে, যার মূল্য লক্ষাধিক। Nude village 2

সর্বোপরি জেনে রাখা উচিৎ যে, বিশ্বের বহু মানুষের জীবন ধারা একেক জনের এক এক রকম। তাঁদের সকলের জীবনযাপন, খাবার, পোশাক অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমাদের উচিৎ সকল প্রকারের মানুষকে সম্মান করা ও তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাহবা দেওয়া।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর