বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি ক্ষেত্রেই বজায় রয়েছে বাঙালিদের দাপট। শুধু তাই নয়, বাঙালিদের হাত ধরে তৈরি হচ্ছে একের পর এক নজির। সেই রেশ পরিলক্ষিত হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও। পূর্বে ধারণা করা হতো যে, বাঙালি হয়তো ব্যবসার প্রতি তেমন আকৃষ্ট নয়। কিন্তু, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই ধারণা পাল্টেছে। বরং, ব্যবসায়িক ক্ষেত্রেও সফল হওয়ার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন একাধিক বাঙালি। এমতাবস্থায়, গত রবিবার বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্পন্ন হল এক মহতী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার ছিল বাংলা হান্ট। যেখানে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি নিজেও এখন সফল ব্যবসায়ী হওয়ার দিকে পা বাড়িয়েছেন।
কী জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly):
শুধু তাই নয়, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে ঠিক কী কী মেনে চলতে হয় সেই প্রসঙ্গ উপস্থাপিতও করেছেন তিনি (Sourav Ganguly)। মূলত, ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ জানান, ব্যবসায়িক ক্ষেত্রে সফল হওয়ার জন্য অবশ্যই জীবনে ঝুঁকি এবং চাপ নিতে হবে। আর সেক্ষেত্রেই মিলবে সাফল্য। তাঁর কথায়, “আমি এক সময়ে অনূর্ধ্ব ১৫ থেকে শুরু করে অনূর্ধ্ব ১৭, জুনিয়র টিম এবং রাজ্য স্তরে খেলে দেশকে নেতৃত্ব প্রদান করেছি। ব্যবসার ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটে।”
সৌরভ (Sourav Ganguly) বলেন, “ছোট থেকে শুরু করে ধীরে ধীরে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। যত কঠোর পরিশ্রম দেওয়া হবে ততই অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। আর তাতেই তৈরি হবেন একজন সফল ব্যবসায়ী। এর পাশাপাশি সুযোগ সুবিধা কাজে লাগানোর দক্ষতাও তাঁর থাকতে হবে।” অর্থাৎ, ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য পরিশ্রমের যে কোনও বিকল্প নেই সেটাই উপস্থাপিত করেন সৌরভ।
পাশাপাশি, ওই অনুষ্ঠানে সৌরভকে শিল্পোদ্যোগীদের মেন্টর হওয়ার জন্যও প্রস্তাব দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, সৌরভের পারিবারিক ব্যবসা সূত্রে তিনি নিজেও একজন উদ্যোগপতি। তাঁর ইস্পাত কারখানা রয়েছে এবং আরও একটি কারখানা তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। এমনকি, একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। এছাড়াও আগামী সেপ্টেম্বর থেকে তিনি CAB-র সভাপতি হতে চলেছেন। এমতাবস্থায়, শত ব্যস্ততার মাঝেও তিনি শিল্পোদ্যোগীদের মেন্টর হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন: “পহেলগাঁও-তে যা ঘটেছে…”, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আপত্তি নেই সৌরভের, স্পষ্ট জানালেন….
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কয়েক বছর আগেই রাজ্যের বাঙালি শিল্পপতিদের একত্র করে বেঙ্গল বিজনেস কাউন্সিল অর্থাৎ বঙ্গীয় বাণিজ্য পরিষদের পথচলা শুরু হয়েছিল। এদিকে, গত রবিবারের ওই অনুষ্ঠানে নতুন শিল্পপতিদের উৎসাহিত করার লক্ষ্যে বক্তব্য রাখেন জর্জ টেলিগ্রাফের সুব্রত দত্ত থেকে শুরু করে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের শুভাশিস দত্তের মতো অভিজ্ঞরা। এর পাশাপাশি, বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার বাংলায় ব্যবসার ভবিষ্যৎ এবং তার সঙ্গে স্বদেশি জিনিসপত্রের গুরুত্ব তুলে ধরেন। গতকালকের ওই মহতী অনুষ্ঠানে লাইভ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় “কুকমি”-র ম্যানেজিং ডিরেক্টর অতনু দত্তকে।