Ekchokho.com 🇮🇳

“ছাতা বেঁধে দেওয়ায়…”, বিতর্কের মাঝেই চোট নিয়ে মুখ খুললেন তারক হেমব্রম, কী জানিয়েছেন চিকিৎসকরা?

Published on:

Published on:

What Tarak Hembram said about the injury.

বাংলা হান্ট ডেস্ক: গত ৭ জুলাই অর্থাৎ সোমবার কলকাতা ফুটবল লিগে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রেলওয়ে এফসি এবং মোহনবাগান। ওই ম্যাচে মোহনবাগান ২-০ ব্যবধানে জিতলেও ম্যাচটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে অন্য একটি কারণে। মূলত, ওই ম্যাচে রেলওয়ে এফসি-র ফুটবলার তারক হেমব্রম (Tarak Hembram) চোটের সম্মুখীন হন। সেই চোট এতটাই গুরুতর ছিল যে তিনি দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না।

কী জানিয়েছেন তারক হেমব্রম (Tarak Hembram)?

এমতাবস্থায়, মাঠেই প্রাথমিক চিকিৎসার পর দু’টো ছাতা দিয়ে তাঁর (Tarak Hembram) বাঁ পা-টি ব্যান্ডেজের মাধ্যমে শক্ত করে বেঁধে অ্যাম্বুলেন্সে চাপিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ম্যাচ চলাকালীন একজন ফুটবলার চোট পাওয়ার পর ছাতা বেঁধে তাঁকে যেভাবে হাসপাতালে পাঠানো হলো সেই বিষয়টিতে শুরু হয় বিতর্ক। এমনকি, প্রসঙ্গটি সোশ্যাল মিডিয়াতেও ঝড় তোলে। শুধু তাই নয়, কলকাতা ফুটবল লিগের মতো একটি বৃহৎ ফুটবল টুর্নামেন্টে চিকিৎসার ক্ষেত্রে আধুনিক কোনও সাপোর্ট সিস্টেম না থাকার বিষয়েও উঠতে শুরু করে প্রশ্ন। যদিও, এবার এই বিতর্কে মুখ খুললেন তারক। পাশাপাশি, তিনি তাঁর শারীরিক অবস্থার প্রসঙ্গ উপস্থাপিত করে ওই ছাতা বেঁধে দেওয়ায় যে সুবিধা হয়েছে সেটাও জানান তিনি।

জানিয়ে রাখি যে, ওইদিনের ম্যাচে মোহনবাগানের মার্শাল কিস্কুর সঙ্গে কড়া ট্যাকল করতে গিয়ে তারক (Tarak Hembram) পায়ে চোট পান। মাঠে শুয়েই তিনি রীতিমতো কাতরাতে থাকেন। এদিকে, রেলওয়ের কোনও চিকিৎসক না থাকায় ফিজিও দৌড়ে এলেও গোটা বিষয়টি তিনি সামলাতে পারেননি। যার ফলে মোহনবাগান দলের চিকিৎসক সেখানে পৌঁছে তারকের বাঁ-পায়ে একটি ইঞ্জেকশন দিয়ে দু’টো ছাতা দিয়ে পা’টা শক্ত করে বেঁধে দেন। তারপরেই তারককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন: বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ! ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের এই সেক্টরের শেয়ারে রকেটের গতি

কী জানিয়েছেন তারক: এমতাবস্থায় তারক (Tarak Hembram) একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, “আমি আগের তুলনায় আমি অনেকটাই সুস্থ রয়েছি। MRI হবে। সেই রিপোর্ট পেলেই জানা যাবে, চোট কতটা গুরুতর হয়েছে। আমার এই কঠিন সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।” তিনি আরও জানান, “যিনি ছাতাটা বেঁধে দিয়েছেন, তাঁকেও অনেক ধন্যবাদ। কারণ, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ছাতাটা যিনিই বেঁধে থাকুন না কেন, তিনি খুবই ভালো কাজ করেছেন।”

আরও পড়ুন: প্রকৃতির কোপে পাকিস্তান! ভয়াবহ বন্যায় ক্রমশ বাড়ছে সঙ্কট, কমপক্ষে ৭২ জনের মৃত্যু

এদিকে, তারকের (Tarak Hembram) এই বার্তা ঘটনার প্রসঙ্গে সমালোচনা কিছুটা স্তিমিত করলেও কয়েকটি বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে ওই ম্যাচ চলাকালীন IFA-র কোনও চিকিৎসকও মাঠে ছিলেন না। এমনকি, মাঠে যে অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল সেটিও নাকি তারককে নিয়ে কলকাতা পর্যন্ত আসতে চায়নি। এমতাবস্থায়, প্রায় ৪০ মিনিট ধরে সেখানেই অপেক্ষা করতে হয় তারককে। তারপরে অপর একটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। অর্থাৎ, একের পর এক গাফিলতির প্রসঙ্গ সামনে এসেছে। যেগুলির পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠলেও মেলেনি কোনও উত্তর।