হেডলাইট-বাম্পার কিছুই নেই! শরীরের গঠন নিয়ে কুরুচিকর ইঙ্গিত কৃতিকে, পালটা উত্তরে চুপ করিয়ে দেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গ্ল‍্যামার জগতে শুধু দেখনদারিই সর্বত্র। প্রথমে দর্শন তারপ‍র গুণ বিচার হয় এখানে। ব‍্যতিক্রম অবশ‍্যই আছে। তবে সুন্দরী এবং ‘নিখুঁত’ অভিনেত্রীদের বরাবরই আলাদা কদর বলিউডে। আর যারা তথাকথিত নিখুঁত বা আবেদনময়ী না হয়েও ইন্ডাস্ট্রিতে টিকে যান, তাদের অনেক সময়েই অন‍্য অভিনেত্রীদের কাছে খোঁটা শুনতে হয়। এমনি কটুক্তির শিকার হয়েছিলেন কৃতি সাননও‌ (Kriti Sanon)।

শরীরের গঠন নিয়ে নোংরা ইঙ্গিত শুনতে হয়েছিল কৃতিকে। আর মন্তব‍্যটাও করেছিলেন একজন অভিনেত্রীই। এই ঘটনা বছর কয়েক আগেকার। কৃতি অভিনীত ‘রাবতা’ ছবিটি ব‍্যর্থ হয়েছিল বক্স অফিসে। সে সময়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ‘মুবারকান’ ছবির ‘হাওয়া হাওয়া’ গানে নাচতে দেখা গিয়েছিল তাঁকে।


সেই ভিডিওটি শেয়ার করে কামাল আর খান লিখেছিলেন, ‘এই দেখো কৃতি বেচারি, রাবতা ফ্লপ হওয়ার পর মানসিক ভারসাম‍্য হারিয়েছে।’ কেআরকের সঙ্গে তাল মিলিয়ে ‘হেট স্টোরি ৪’ অভিনেত্রী ভৈরবী গোস্বামী (Bhairavi Goswami) কুরুচিকর ইঙ্গিত করে কমেন্ট করেছিলেন, ‘সত‍্যিই উন্মাদ মহিলার মতো আচরণ করছে। ও অভিনেত্রী হল কীকরে? না হেডলাইট না বাম্পার, এমনকি কলেজ পড়ুয়ারাও ওর থেকে ভাল দেখতে।’


নাহ, তখন কৃতি কোনো মন্তব‍্য করেননি। পরবর্তীকালে এক অনুষ্ঠানে তাঁর কাছে এই মন্তব‍্যের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি পালটা প্রশ্ন করেছিলেন, “ভৈরবী গোস্বামীটা কে?” ‘হেট স্টোরি ৪’ এর অভিনেত্রী শুনে মিষ্টি ভাষায় তীব্র কটাক্ষ খরে বলেছিলেন, “আমার মনে হয় আমি ওর জন‍্য খুব খুশি। অনেক প্রচার পেয়েছে। এখন তো সবাই ওর নামটাও জানতে পেরেছে!”

কৃতির উত্তর শুনে খুশি হয়েছিলেন নেটিজেনরা। একেই বলে মিষ্টি কথায় সপাটে উত্তর দেওয়া। যেমন নীচু মনের পরিচয় ভৈরবী দিয়েছিলেন, তেমনি ভদ্র ভাষায় উত্তরও পেয়ে গিয়েছিলেন তিনি, মন্তব‍্য করেছিলেন কৃতির অনুরাগীরা।

সম্পর্কিত খবর

X