হাথরস কান্ডের বিষয়ে যোগী আদিত্যনাথকে ফোন করলে প্রধানমন্ত্রী মোদী, চাইলেন কঠোরতম শাস্তি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হাথরস (Hathras) কাণ্ডের দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফোন করেলন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে ফোন করে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে জানতে চান প্রধানমন্ত্রী মোদী। এই ঘটনায় প্রধানমন্ত্রী দোষীদের এমন নজির সৃষ্টিকারী কঠিন শাস্তি দিতে বলেন, যা দেখে অন্যরা ভয়ে শিউরে উঠবে।

মুখ্যমন্ত্রী যোগী ট্যুইট করে জানান
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সেকথা নিজেই ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী দোষীদের দ্রুতই দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার নিধান দিয়েছেন। তিনি আর জানিয়েছেন, ৩ সদস্যের সিট গঠন করে ফার্স্ট ট্রাক আদালতে বিচারের এই ঘটনার রায় দেওয়া হবে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ
মঙ্গলবার রাতে ওই তরুণীর মৃত্যুর পর তার পরিবারকে কিছু না জানিয়েই মৃত দেহ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের নাম। মৃতার পরিবার অভিযোগ করে, রাত ১০টা বেজে ১০ মিনিটে হাসপাতাল থেকে সমস্ত নিয়মকানুন সম্পন্ন করে তরুণীর মরদেহ ছেড়ে দিলে, পুলিশ বিন্দুমাত্র দেরি না করে তা দাহ করতে নিয়ে যায়। পরিবারের অসম্মতিতে জোর করে হাথরসে নিয়ে যায়।

মৃতার পরিবারের অভিযোগ
কান্নায় ভেঙে পড় মৃত তরুণীর দাদা জানিয়েছেন, ‘জোর করে পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীদের তালাবন্ধ করে বাবাকে নিয়ে বোনের দেহ তুলে শ্মশানে নিয়ে যায় পুলিশ। আমরা অনেক অনুরোধ করলেও বাড়ির ভিতরে আনতে দেয়নি। রাত পৌনে তিনটে নাগাদ শ্মশানের আলো নিভিয়ে জোর করে বোনের দেহ দাহ করে পুলিশ’।

সম্পর্কিত খবর

X