বাংলাহান্ট ডেস্কঃ রাত পোহালেই রাজ্যে ভোট চতুর্থী। সেই মত নির্বাচনী প্রচারে শাসক-বিরোধী সব দলই আদা জল খেয়ে নেমে পড়েছে। আজ ফের গেরুয়া শিবিরের (BJP) হয়ে ভোট প্রচারে ঝড় তুলতে বঙ্গে এসেছেন অমিত শাহ। এদিন তিনি আজকের কর্মসূচী শুরুর আগে কলকাতার মিন্টো পার্কে সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকে রাজ্যবাসীকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন বিজেপি ‘সেকেন্ড ইন কমান্ড’।
মিন্টো পার্কের সাংবাদিক বৈঠকে এদিন তিনি (Amit Shah) বলেন ‘১৫ হাজার কোটি টাকা খরচ করে স্বচ্ছ কলকাতা ফান্ড তৈরি, ১০টি বহুতল বিশিষ্ট পার্কিং-এর জায়গা তৈরি, ১ হাজার কোটি খরচ করে রানী রাসমণি নদী বিকাশ প্রকল্প এবং কলকাতাকে ইউনেস্কো হেরিটেজ শহরের তালিকায় আনার চেষ্টার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসবের পাশাপাশি তিনি বলে,’ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার সংস্কৃতির ব্যাপক ক্ষতি হয়েছে।’ টেগোর প্রাইজ ও সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড চালু করা হবে।
এমনকি তিনি ১১ হাজার কোটি টাকা খরচ করে কলকাতাকে দেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন এবং গঙ্গা সাগর মেলাকে আন্তর্জাতিক সন্মান দেওয়ার চেস্টা করা হবে বলেও জানান। তবে এদিনে আরও একটি উল্লেখযোগ্য দেন অমিত শাহ। তিনি বলেন, ‘পুরোহিত কল্যাণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে এবং প্রত্যেক পুরোহিতকে মাসিক ৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
প্রসঙ্গত এদিনের সাংবাদিক বৈঠক সেরে মমতার (Mamata Banerjee) খাস তালুক ভবানিপুরে ঘরে ঘরে জনসংযোগ যোগ দেবেন তিনি। এরপর ৭০ নম্বর ওয়ার্ড, ১৫-এ জাস্টিস চন্দ্রমাধব লেনে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন আমিত শাহ। জানা গিয়েছে, আজ যে প্রবীণ দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন আমিত শাহ, তাঁর নাম সমরেন্দ্রপ্রসাদ বিশ্বাস। তিনি বিজেপির প্রতিষ্ঠা কাল থেকেই দলের সঙ্গে যুক্ত আছেন। বর্তমান ৮৯ বছর বয়সী সমরেন্দ্রপ্রসাদ বিশ্বাস ওরফে জুপ্পি দা জলপাইগুড়িতে থাকাকালীন, তাঁর সাথে বিজেপির একাধিক দাপুটে দেখা করে গিয়েছেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা