বাংলাহান্ট ডেস্ক : বছর খানেক আগে দুই বোনের গল্প নিয়ে জি বাংলায় ঝড় তুলেছিল ‘ইচ্ছে পুতুল’। টিআরপি তালিকায় তেমন চমক দেখাতে না পারলেও দর্শক মহলে ভালো প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল সিরিয়ালটি। আর এর অন্যতম কারণ ছিল বড় বোন ‘ময়ূরী’র অভিনয়। অত্যন্ত খল চরিত্রে অভিনয় করে কার্যত দর্শকদের দু চক্ষের বিষ হয়ে উঠেছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra)। তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের কাছে বাস্তবেই তাঁকে খারাপ মানুষ করে তুলেছিল।
ইচ্ছে পুতুলে ভিলেন হয়ে জনপ্রিয়তা পান শ্বেতা (Sweta Mishra)
ছোট বোনের প্রতি প্রচণ্ড হিংসা থেকে তার ক্রমাগত ক্ষতি করে চলা ময়ূরী দর্শকদের মনে রাগের সঞ্চার করেছিল। শ্বেতার (Sweta Mishra) অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনেকেই। অবাঙালি হয়েও তাঁর অভিনয় চমকে দিয়েছিল দর্শকদের। শ্বেতার অভিনয় শুরু অবশ্য ‘জাহানারা’ সিরিয়ালের হাত ধরে। তবে খলনায়িকা হিসেবেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
খলনায়িকা হয়েই পেয়েছেন খ্যাতি: পরপর ধুলোকণা এবং ইচ্ছে পুতুল সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করে নিজের ছাপ স্পষ্ট করেছেন তিনি ছোটপর্দায়। তবে শ্বেতা (Sweta Mishra) একবার জানিয়েছিলেন, তাঁর কাছে নায়িকা হওয়ার প্রচুর প্রস্তাব এসেছে। কিন্তু তাঁর ইচ্ছা ছিল ভিন্ন কিছু করার। শ্বেতার মতে, তিনি নায়িকা নয়, অভিনেত্রী হতে এসেছেন। সেই ইচ্ছা থেকেই খলচরিত্রে অভিনয় এবং সাফল্য।
আরো পড়ুন: ‘বিয়েতে যেন কেউ…’, কার্ডেই সতর্কবার্তা! আমন্ত্রিত অতিথিদের জন্য “এই” শর্ত রাখলেন শ্বেতা
আর কেন দেখা যায় না ময়ূরীকে: তবুও ইচ্ছে পুতুলের ভূয়সী প্রশংসার পরেও দীর্ঘদিন আর কোনো সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। মেঘ ওরফে অভিনেত্রী তিতিক্ষা দাস নতুন সিরিয়ালে পা রাখলেও ছোটপর্দা থেকে গায়েব শ্বেতা (Sweta Mishra)। সোশ্যাল মিডিয়াতেও তেমন দেখা মেলে না তাঁর। কোথায় হারিয়ে গেলেন তিনি?
আরো পড়ুন: বছর শুরুতেই বিয়ের সানাই, চুপিসারে গাঁটছড়া বাঁধলেন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী! ভাইরাল কনের লুক
উল্লেখ্য, সিরিয়ালে দেখা না গেলেও টুকটাক ওয়েব সিরিজে কাজ করেছেন শ্বেতা। তবে সিরিয়ালের দর্শকরা খুবই মিস করছেন তাঁকে। আবারো খলনায়িকা বা অন্য কোনো চরিত্র নিয়ে ফিরে আসুন শ্বেতা, এটাই চান তাঁর অনুরাগীরা।