বাংলাহান্ট ডেস্ক : আমাদের অনেকেরই স্বপ্ন থাকে গাড়ি কেনার। তাই কেউ তিলে তিলে টাকা জমিয়ে অথবা ফাইন্যান্স করে স্বপ্নের দুই চাকা (Bike) বা চার চাকার গাড়ি (Car) কেনেন। এরপর একদিন হয়তো আপনি কিনতে গেলেন আপনার স্বপ্নের গাড়ি। গাড়ি কেনার পর সংস্থার পক্ষ থেকে আপনাকে দেওয়া হল দুটি চাবি।
এবার অনেকেই ভাবতে শুরু করবেন যে দুটি চাবি কেন? আসলে এই দুটি চাবি দেওয়ার পেছনে একাধিক বিশেষ কারণ রয়েছে। এই কারণগুলি যদি না জানেন তাহলে পড়তে পারেন লোকসানের মুখে। প্রথমত গাড়ি সংস্থাগুলি মনে করে আপনার একটি চাবি হঠাৎ হারিয়ে যেতে পারে। তবে এটি কিন্তু প্রধান কারণ নয়।
আপনার কাছে যদি গাড়ি-বাইকের চাবি না থাকে তাহলে বিমা সংস্থা কিন্তু ক্ষতিপূরণ দিতে সমস্যা সৃষ্টি করতে পারে। একদিকে আপনার গাড়ির চাবি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে দ্বিতীয় চাবিটি দিয়ে আপনি গাড়ি বা বাইক আনলক করতে পারবেন। এই চাবির প্রয়োজন হয় বিমার আবেদনের ক্ষেত্রে।
আরোও পড়ুন : জেদ করে ছেড়েছিলেন বাড়ি! শেষমেশ আফ্রিকার কিলিমাঞ্জারো জয় করেই ঘরে ঢুকলেন হাবড়ার লক্ষ্মী
কিন্তু অন্যদিকে আপনার বাইক বা গাড়ি যদি চুরি হয়ে যায় তাহলে বিমা সংস্থাগুলি আপনার কাছ থেকে দ্বিতীয় চাবিটি দাবি করে। তখনই দ্বিতীয় চাবি যদি তাদের দেখাতে না পারেন তাহলে সমস্যা হতে পারে বিমার টাকা পাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় চাবিটি দেখাতে না পারলে কোম্পানি মনে করবে আপনি আপনার গাড়ির বিষয়ে উদাসীন ছিলেন বা অসতর্ক ছিলেন।
আরোও পড়ুন : চাকরির ঝুলি নিয়ে হাজির খাদ্য দফতর, একাধিক পদে নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের! কীভাবে করবেন আবেদন?
বিমা সংস্থা আপনার ভুল চিহ্নিত করে বিমার আবেদন বাতিল করে দিতে পারে। যদি আপনার গাড়ি বা বাইকের চাবি হারিয়ে যায় তাহলে ভুলেও তার ডুবলিকেট চাবি যে কোনও জায়গা থেকে বানাবেন না। সব সময় গাড়ি কোম্পানির অনুমোদিত সেন্টার থেকে চাবি তৈরি করবেন। এমনকি এই চাবির রশিদও রেখে দেবেন ভবিষ্যতের জন্য।
গাড়ি ও বাইককে চুরির হাত থেকে রুখতে আপনারা ব্যবহার করতে পারেন অ্যান্টি-থেফট ডিভাইস। এই ধরনের ডিভাইস চোরেদের হাত থেকে আপনার গাড়িকে সুরক্ষিত রাখবে। এছাড়াও আপনার গাড়ি বা বাইক চুরি হলে তৎক্ষণা থানায় গিয়ে এফআইআর করতে হবে।