ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা ভারতীয় দলের! বাংলার ওপেনার হলেন অধিনায়ক, কারা পেলেন সুযোগ?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে ভারত “এ” দলকে (India Squad) অ্যাকশনে দেখা যাবে। শুক্রবার, ইংল্যান্ড সফরের জন্য ভারত “এ” দল ঘোষণা করা হয়েছে। যেখানে শুভমান গিল প্রথম ম্যাচে বাইরে থাকতে চলেছেন। এই সফরে, ভারত “এ” দলকে দুটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলতে হবে এবং একটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচও খেলতে হবে।

কারা সুযোগ পেলেন ভারত “এ” দলে (India Squad):

জানিয়ে রাখি যে, ভারত “এ” দলের (India Squad) ইংল্যান্ড সফর আগামী ৩০ মে থেকে শুরু হবে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ২ টি প্রথম শ্রেণির ম্যাচের পর, আগামী ১৩ জুন থেকে একটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ সম্পন্ন হবে। উল্লেখ্য যে, বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের অংশ ছিলেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু, তিনি এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বিবেচিত হয়েছেন। এদিকে, ঈশ্বরণ ছাড়াও ভারত “এ” দলে স্থান পেয়েছেন বাংলার দুই ফাস্ট বোলার আকাশ দীপ এবং মুকেশ কুমার।

প্রথম ম্যাচে খেলবেন না গিল-সুদর্শন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শুভমান গিল এবং সাই সুদর্শন ভারত “এ” দলের (India Squad) হয়ে প্রথম ম্যাচে খেলবেন না। এই দুই খেলোয়াড়ই বর্তমানে IPL ২০২৫-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন এবং তাঁদের দল প্লে-অফে নিজেদের স্থান প্রায় নিশ্চিত করে ফেলেছে। তবে, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি এবং ঈশান কিষাণকেও।

আরও পড়ুন: “যুদ্ধবিরতি ভঙ্গ করলে….”, ভারতের উদ্দেশ্যে ফের হুমকি পাকিস্তানের, বিষ উগরে কী জানাল পড়শি দেশ?

এই সফরের জন্য স্পিন বোলার তনুশ কোটিয়ানকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে বর্ডার-গাভাস্কার ট্রফির সময় রবিচন্দ্রন অশ্বিনের আকস্মিক অবসরের পর দলে আনা হয়েছিল। এবার রঞ্জি ট্রফি জয়ী দল বিদর্ভের অংশ থাকা করুণ নায়ারকেও এই দলে (India Squad) জায়গা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে করুণ নায়ার ভারতের হয়ে তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে।

আরও পড়ুন: অলিম্পিকে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাতেও সোনা জিতবে ভারত! বড় সিদ্ধান্ত নিল BCCI

ইংল্যান্ড সফরের জন্য ভারত “এ” দল: অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ইশান কিষাণ, মানব সুথার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, আংশুল কম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে এবং হর্ষ দুবে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X