বাংলাহান্ট ডেস্ক : বলিউডের জনপ্রিয় পরিবারগুলির মধ্যে অন্যতম বচ্চন পরিবার (Bachchan Family)। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন যে অভিনয়ের ধারা শুরু করেছেন তা এগিয়ে নিয়ে চলেছেন তাঁদের পরবর্তী প্রজন্ম। বড় মেয়ে শ্বেতা বচ্চন (Bachchan Family) অভিনয়ে না আসলেও ছেলে অভিষেক বচ্চন, বউমা ঐশ্বর্য রাই বচ্চনের পর নাতি অগ্যস্ত নন্দাও পা রেখেছেন বলিউডে।
বচ্চন পরিবারের (Bachchan Family) শিক্ষাগত যোগ্যতা কী
ইন্ডাস্ট্রির আরো পাঁচটা তারকা পরিবারের মতো বচ্চন পরিবারেও (Bachchan Family) চলছে অভিনয়ের ধারা। কিন্তু এই পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কী জানেন? কতদূর পড়াশোনা করেছেন অমিতাভ, শ্বেতা, ঐশ্বর্যরা? অভিনয়ের মতো তাঁদের পড়াশোনার ধারও কি যথেষ্ট? জেনে নিন এই প্রতিবেদনে-
অমিতাভ বচ্চন- এলাহাবাদের বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন অমিতাভ। তারপর পড়েছেন নৈনিতালের শেরউড কলেজে। কিরোরি মাল কলেজ থেকে স্নাতক পাশ করেন অমিতাভ বচ্চন (Bachchan Family)। বিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি।
জয়া বচ্চন- ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়েছেন জয়া বচ্চন (Bachchan Family)। তারপর স্নাতক পড়েছেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে।
অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন- অনেকেই জানেন না, ছোটবেলায় ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ছিলেন অভিষেক। তাঁর স্কুলের পড়াশোনা মুম্বই এর স্কটিশ স্কুল থেকে। তারপর তিনি পড়েন সুইজারল্যান্ডের এইগলন কলেজে। পাশাপাশি দিল্লির যমুনাবাঈ নার্সি স্কুল এবং মডার্ন স্কুলেও পড়েছেন অভিষেক এবং শ্বেতা বচ্চন (Bachchan Family)। পরবর্তীতে বস্টন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস নিয়ে পড়াশোনা করেন অভিষেক। অন্যদিকে শ্বেতার এমবিএ ডিগ্রি রয়েছে।
আরো পড়ুন :মাত্র ১৫ মিনিটেই হল থেকে বিদায়! হিরোর শেষ ছবি, দেশের সবথেকে বড় ফ্লপ হিসেবে রেকর্ড গড়েছে এই সিনেমা
ঐশ্বর্য রাই বচ্চন- মুম্বই এর কলেজে স্থাপত্যবিদ্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু স্নাতকের পড়া মাঝখানে শেষ করেই অভিনয়ে পা রাখেন ঐশ্বর্য।
আরো পড়ুন :শাড়িতে আসল সোনার জরি! ঐশ্বর্যর সঙ্গে বিশেষ মিল শোভিতার বিয়ের লুকে, দুটি শাড়ির দাম কত জানেন?
নব্যা নভেলি নন্দা- নিউ ইয়র্ক সিটির ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন নব্যা। তাঁর বিষয় ছিল ডিজিটাল টেকনোলজি এবং ইউএক্স ডিজাইন।
অগ্যস্ত নন্দা- লন্ডনের সেভেনওক্স স্কুল থেকে পড়েছেন অমিতাভের নাতি অগ্যস্ত।