বাংলা হান্ট ডেস্ক : গতকাল রাতেই পড়ে গিয়ে কপাল ফেঁটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত মুখ্যমন্ত্রীর হাল স্থিতিশীল হলেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে এসএসকেএম (SSKM) যে ব্যাখ্যা দিয়েছে তা রীতিমত চমকপ্রদ।
প্রসঙ্গত উল্লেখ্য, এসএসকেএম থেকে কালীঘাটের বাসস্থানে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই হাসপাতালের ডিরেক্টর দাবি করেছেন, হোঁচট খেয়ে নয় পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে গেছেন তিনি। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। আর এবার এই বিষয়ে মুখ খুলল রাজ্য তৃণমূল। ‘ধাক্কা রহস্য’ এর উপর থেকে পর্দা ফাঁস করেছেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা।
আসলে এসএসকেএম সূত্রে জানানো হয়, হোঁচট খেয়ে পড়ে গেলে এমন ভাবে কাটা সম্ভব নয়। সম্ভবত পেছন থেকে ধাক্কা খাওয়ার কারণে সামনের দিকে ঝুঁকে পড়েছেন নেত্রী। তারপরেই শুরু হয় হইচই। নিজের বাড়ির মধ্যে কীভাবে কেউ পেছন থেকে ধাক্কা দিতে পারে? উদ্বিগ্ন হয়ে ওঠে ভক্তরা। অন্যদিকে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েনা। এসবের মাঝেই মাঠে নামল তৃণমূল।
আরও পড়ুন : মোদী ম্যাজিক নাকি বিরোধীদের জয়জয়কার? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য
এইদিন শশি পাঁজা মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার কারণে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আসলে ‘পুশ ফ্রম বিহাইন্ড’ শব্দের ভুল ব্যখ্যা করা হচ্ছে। তৃণমূল নেত্রীর কথায়, ‘বিষয়টা সিনকোপ। অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে। এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই।’
আরও পড়ুন : শ্রীজাতের কবিতা, ২৪ পেলেই পাস! আমূল বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস
তৃণমূল নেত্রীর কথায়, ‘বিষয়টা সিনকোপ। অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে। এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই। শরীরের মধ্যে আমচকা অস্থিরতা দেখা দেয়। সেই সময় কেউ পড়ে যেতেই পারে।’ প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল হলেও এখনও তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনী প্রচার কাজ কীভাবে পারবেন সেটাই বড় প্রশ্ন।