বিরাট কোহলিকে কেন অধিনায়কত্ব থেকে সরালো BCCI, মুখ খুললেন সভাপতি সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই একদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছিল। সেই সঙ্গে বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মার হাতে ওয়ানডে অধিনায়কত্ব হস্তান্তরেরও ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে এর কারণ জানায়নি বিসিসিআই। শুধুমাত্র একটি টুইট ছিল যে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি ওডিআই এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,

পরে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন যে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই এবং নির্বাচকদের সম্মতিতে। বিসিসিআই এর আগে বিরাটকে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু নিজের ব্যাটিংয়ে বেশি মনোযোগী হওয়ার লক্ষে বিরাট তাতে রাজি হননি। এমন পরিস্থিতিতে একদিনের এবং টি-টোয়েন্টি দলের জন্য আলাদা অধিনায়ক রাখতে নারাজ ছিলেন নির্বাচকরা। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিরাট টেস্ট দলের অধিনায়ক থাকবেন এবং রোহিত শর্মা টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় ক্ষেত্রেই দলের অধিনায়কত্বের দায়িত্ব নেবেন।

virat rohit

সৌরভ আরও বলেন, “বিসিসিআই সভাপতি হিসেবে আমি নিজেই বিরাট কোহলির সঙ্গে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে কথা বলেছি। এরপর বাছাই কমিটির চেয়ারম্যানও তার সঙ্গে আলোচনা করেন। আমাদের রোহিত শর্মা কে.-এর নেতৃত্বের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে এবং বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাবেন। বিসিসিআই নিশ্চিত যে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত হাতে রয়েছে। সাদা বলের ফরম্যাটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য আমরা বিরাট কোহলিকে ধন্যবাদ জানাই।”

গাঙ্গুলি নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন, বলেছেন, “নির্বাচকরা এই বিষয়টি অনুভব করেছেন। তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে রোহিতের সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক হওয়া উচিত এবং বিরাটের উচিত লাল বলের ক্রিকেটে দলের নেতৃত্ব দেওয়া।” ওয়ানডে অধিনায়ক হিসেবে কেমন করবেন রোহিত? গাঙ্গুলি বলেছিলেন যে তিনি কোনও ভবিষ্যদ্বাণী করবেন না। তবে নতুন অধিনায়কের সামর্থ্যের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং আশা করছেন তিনি ভালো কাজ করবেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর