বাড়ি বয়ে প্রস্তাব দিয়ে গিয়েছিলেন রাজামৌলি, তবুও ‘বাহুবলী’তে কাজ করেননি শ্রীদেবী! কেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণী ছবির মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘বাহুবলী’। এস এস রাজামৌলি পরিচালিত, প্রভাস অভিনীত ছবিটিতে শিবগামীর চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর (Sridevi)। কিন্তু শেষমেষ আর ছবিটি করা হয়নি তাঁর। শ্রীদেবীর পরিবর্তে ছবিতে দেখা গিয়েছিল রাম্যা কৃষ্ণনকে। কেন ওই ছবিতে অভিনয় করেননি শ্রীদেবী (Sridevi)? এ নিয়ে এতদিন নানান গুঞ্জন শোনা যেত। এমনকি তাঁর বিরুদ্ধে উঠেছিল অপেশাদারিত্বের অভিযোগও। এবার এর জবাব দিলেন তাঁর স্বামী তথা প্রযোজক বনি কাপুর।

‘বাহুবলী’তে কাজ করার কথা ছিল শ্রীদেবীর (Sridevi)

সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি বলেন, রাজামৌলির সঙ্গে বাহুবলী করেননি শ্রীদেবী (Sridevi) ঠিকই, কিন্তু তাঁর কাছে এখনও রাজামৌলির মেসেজ রয়েছে। সেখানে তিনি লিখেছিলেন, শ্রীদেবীকে (Sridevi) তিনি অভিনেত্রী হিসেবে পছন্দ করতেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার পর তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছে। কারণ অনেক ভালো পরামর্শ দিয়েছিলেন তিনি।

Why didn't sridevi work in baahubali movie

কী বলেন বনি: এরপরেই বনি বলেন, প্রযোজকের বিভ্রান্তির কারণেই ওই ছবিতে কাজ করেননি শ্রীদেবী (Sridevi)। তিনি জানান, রাজামৌলি তাঁদের বাড়িতে এসেছিলেন বাহুবলী নিয়ে কথা বলতে। কিন্তু তিনি যখন বেরিয়ে যান, প্রযোজকরা ‘ইংলিশ ভিংলিশ’ এর থেকেও কম টাকা দিতে চেয়েছিলেন শ্রীদেবীকে (Sridevi)।

আরও পড়ুন : ১০০০ কিমি পথ মাত্র ১১ ঘন্টায়! দিওয়ালির আগেই এই রুটে চালু নতুন বন্দে ভারত স্লিপার, ভাড়া কত?

প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ বনির: বনির কথায়, শ্রীদেবী (Sridevi) তো কোনও সংগ্রামী অভিনেত্রী ছিলেন না। হিন্দি, তামিল দুই ভাষাতেই এই ছবির ক্ষেত্রে শ্রীদেবীর কাছ থেকে তাঁরা লাভ পাচ্ছিলেন। তাহলে নিজের স্ত্রীর সঙ্গে কীভাবে এই অবিচার করতেন তিনি? অপেশাদারিত্বের অভিযোগ উড়িয়ে দিয়ে বনি বলেন, প্রযোজকরা একথা রাজামৌলিকে একথা বলেননি। কিন্তু তিনি নিজে এই ঘটনার সাক্ষী। এ বিষয়ে এক প্রযোজকের নাম নিয়ে অভিযোগও আনেন বনি।

আরও পড়ুন : এবার পুজোয় ইলিশ দিয়ে পেটপুজো ‘কনফার্ম’, ৩০০ টনেরও চওড়া পেটির ইলিশ ঢুকছে বাজারে! কত করে কেজি?

প্রযোজক বলেন, যশ চোপড়া, রাকেশ চোপড়া থেকে রাঘবেন্দ্র রাও এর মতো পরিচালকের সঙ্গে তিনি বারবার কাজ করেছেন। তিনি অপেশাদার হলে কেনই বা তাঁরা কাজ করতেন? প্রযোজকের বিভ্রান্তির কারণেই বাহুবলী ছবিতে শ্রীদেবী করেননি বলেই দাবি করেন বনি।