বাংলা হান্ট ডেস্ক: যখনই আমরা কোনো সফল মহিলার (Successful Woman) বিষয়ে আলোচনা করি আমাদের মনে প্রথম যে ধারণাগুলি আসতে শুরু করে তাঁরা হয় কোনো বহুজাতিক কোম্পানির সিইও অথবা বড় কোনো সমাজকর্মী কিংবা কোনো সেলিব্রিটি হবেন। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একজন মহিলার প্রসঙ্গে আপনাদের জানাবো যিনি তাঁর অনবদ্য কর্মকাণ্ডের মাধ্যমে সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং বহুজনকে অনুপ্রাণিতও করেছেন।
মূলত, ওই মহিলা ২৬ বছর ধরে দিল্লির মান্ডি হাউসে শ্রী রাম সেন্টারের বাইরে একটি ছোট বইয়ের স্টল চালাচ্ছেন। পাশাপাশি, তিনি একাধিক নামেও পরিচিত। অনেকেই তাঁকে “মা” বলে ডাকেন আবার অনেকের কাছে তিনি “নিউ বুক আন্টি” হিসেবে পরিচিত। তবে, তাঁর আসল নাম হল সঞ্জনা তিওয়ারি। তিনি বিহারের একটি ছোট গ্রামের বাসিন্দা।
“বইয়ের স্টল চালানো আমার শখ”: জানা গিয়েছে, তাঁর পরিবারে তাঁর স্বামী সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল তাঁর ছেলে ডাক্তার আর মেয়ে পিএইচডি করছেন। তাঁর স্বামী একজন সাংবাদিক। যিনি একটি মিডিয়া কোম্পানির এডিটর এবং তাঁর জামাই হলেন IPS। এদিকে, এত ভালো পারিবারের গৃহবধূ হয়েও কেন তিনি বইয়ের স্টল চালান, এই প্রশ্নই সবার মনে ভিড় করে আসে। যার উত্তরে সঞ্জনা জানিয়েছেন, বইয়ের স্টল চালানো তাঁর শখের একটি বিষয়। এদিকে বইয়ের স্টল চালানোর পাশাপাশি তিনি একজন লেখিকাও।
স্টল স্থাপনের জন্য রয়েছে অনন্য উপায়: ইতিমধ্যেই সঞ্জনা তিওয়ারি সবার কাছে একটি অনন্য উদাহরণ তৈরি করেছেন। আজ এই বয়সে তিনি একাই ওই স্টলটি চালান। তিনি তাঁর স্কুটারে প্রতিদিন সব বই পরিবহণ করেন। শুধু তাই নয়, তিনি তাঁর বইয়ের স্টলে বড় বড় ব্যক্তিত্বকেও বই পড়তে আসতে দেখেছেন। যাঁর মধ্যে রয়েছে রাজকুমার রাও থেকে শুরু করে পঙ্কজ ত্রিপাঠীও। পাশাপাশি, সঞ্জনা যেভাবে নিজের শখপূরণ করছেন এই বিষয়টিও সকলের কাছে অনুপ্রেরণা বহন করছে।
আরও পড়ুন: ইজরায়েল নাকি প্যালেস্তাইন? সামরিক ক্ষমতার বিচারে কে রয়েছে এগিয়ে? চমকে দেবে এই পরিসংখ্যান
স্টলের অবস্থান: এই বইয়ের স্টল তিনি সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা রাখেন। পাশাপাশি, এটির নিকটতম মেট্রো স্টেশন হল মান্ডি হাউস। শ্রীরাম সেন্টারের ঠিক বাইরেই রয়েছে সঞ্জনার এই স্টল।