তলে তলে দিব‍্যি চলছে বিয়ের প্রস্তুতি! এই মাসেই গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর?

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষ থেকে বলিউডের প্রথম সারির একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। শুরুটা হয়েছিল রাজকুমার ও পত্রলেখাকে দিয়ে। তারপর একে একে ক‍্যাটরিনা কাইফ ভিকি কৌশল, মৌনি রায় সূরজ নাম্বিয়ারের মতো তারকা জুটি ঘুরেছেন সাত পাক। এবার শোনা যাচ্ছে, তালিকায় জুড়তে পারে রণবীর কাপুর (ranbir kapoor) ও আলিয়া ভাটের (alia bhatt) নামও।

বহুদিন ধরে দুজনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। মাঝে কানাঘুঁষো শোনা গিয়েছিল চলতি বছরেই ঘনিষ্ঠ জনদের নিয়ে গাঁটছড়া বাঁধবেন ‘রণলিয়া’ জুটি। মুম্বই বা রাজস্থানে হয়তো বিয়ের অনুষ্ঠান হতে পারে তাঁদের, এমনি জানা গিয়েছিল। কিন্তু পরে শোনা যায়, শীতকালে নয়। ছক ভেঙে গ্রীষ্মকালে রণথম্বোরে বিয়ে সারতে পারেন তাঁরা।

2115461 alia bhatt ranbir kapoor cute moments 1576047081
মাঝে মধ‍্যেই রণথম্বোরে একসঙ্গে সময় কাটিয়ে আসেন রণবীর আলিয়া। নতুন বছরেও সেখানে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন তাঁরা। সাম্প্রতিক কালে মালদ্বীপের মতোই রণথম্বোরও বেশ জনপ্রিয়তা পেয়েছে তারকাদের কাছে। রণথম্বোরের ফোর্ট সেন্সেস বারওয়ারা ফোর্টে বিয়েও সেরেছিলেন ক‍্যাটরিনা ও ভিকি।

শোনা গিয়েছিল, প্রিয় বান্ধবীর মতোই ওই ফোর্টে বিয়ে করবেন আলিয়াও। তবে সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর মিলেছে, আগামী এপ্রিলে রণলিয়া জুটির যে বিয়ের খবর মিলেছিল তা নাকি গুজব। দুই পরিবারে বিয়ের কোনো প্রস্তুতি চলছে বলেও জানা যায়নি।

ranbir alia
আসলে বলিপাড়ায় সবথেকে হিট জুটির মধ‍্যে অন‍্যতম রণবীর আলিয়া। মিষ্টি সম্পর্কের জেরে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন দুজনে। আর তখনি গুঞ্জন ওঠে তাঁদের বিয়ের। উপরন্তু সম্প্রতি আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’র ট্রেলার দেখে রণবীরের প্রতিক্রিয়া দারুন ভাইরাল হয়েছে। তারপরেই ছড়ায় তাঁদের বিয়ের গুঞ্জন।

প্রসঙ্গত, বেশ অনেক বছর ধরেই সম্পর্কে রয়েছেন আলিয়া রণবীর। আর গত দু বছর ধরেই তাঁদের বিয়ের খবর শোনা যাচ্ছে। শোনা যায়, ২০১৭ থেকে ডেটিং শুরু করেছেন রণবীর আলিয়া। তবে ২০১৯ এ এসে সম্পর্কটা আনুষ্ঠানিক করেন ‘রণলিয়া’ জুটি। রণবীর জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি না থাকলে আগেই বিয়ে সেরে নিতেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর