বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানে (Pakistan) শীঘ্রই একটি অভ্যুত্থান ঘটতে পারে। শুধু তাই নয়, পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে তাঁর পদ থেকে অপসারণ করা হতে পারে।
পাকিস্তানে (Pakistan) শীঘ্রই একটি অভ্যুত্থান ঘটতে পারে:
উল্লেখ্য যে, গতকাল ছিল ৫ জুলাই এবং ৪৭ বছর আগে পাকিস্তানে, জিয়া উল হক একই জুলাই মাসে একটি অভ্যুত্থান ঘটিয়েছিলেন। এমন পরিস্থিতিতে, গতকাল থেকে পাকিস্তানে (Pakistan) আবারও অভ্যুত্থানের নতুন আতঙ্ক শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি জারদারিকে অপসারণ করা হতে পারে এবং তার প্রস্তুতিও শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, চিফ মার্শাল আসিম মুনির পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হতে পারেন। তবে, পাকিস্তানে এই অভ্যুত্থানের বিরোধিতা শুরু হয়েছে।
ফিল্ড মার্শাল আসিম মুনির কী রাষ্ট্রপতি হবেন: পাকিস্তানের (Pakistan) রাষ্ট্রপতি জনাব আসিফ আলী জারদারির উদ্ধৃতি দিয়ে, পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ রিপোর্টে জানিয়েছেন যে, আসিম মুনির, যিনি একজন কৌশলী, তিনি জারদারিকে অপসারণের জন্য কোনও না কোনও স্তরে প্রচেষ্টা শুরু করেছেন। এদিকে, যদি এমনটা হয়, তাহলে তাঁকে কীভাবে অপসারণ করা হবে? শরীফের পরিবার কী এই পরিকল্পনায় জড়িত? যদি জারদারি রাষ্ট্রপতি পদ থেকে সরে যেতে রাজি হন, তাহলে কী ফিল্ড মার্শাল নিজেই রাষ্ট্রপতি হবেন? এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর শীঘ্রই পাওয়া যাবে।
আরও পড়ুন: ৩ বছরের মধ্যেই…..আম্বানিকে টক্কর দিতে এই সেক্টরে প্রবেশ করছেন আদানি, মিলল বড় আপডেট
বিলাওয়াল ভুট্টোর বক্তব্যে তোলপাড়: উল্লেখ্য যে, আসিম মুনিরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি। একটি বিদেশি চ্যানেলের সাথে কথোপকথনে বিলাওয়াল বলেন…হাফিজ সইদ এবং মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে কোনও আপত্তি থাকা উচিত নয়।
আরও পড়ুন: “আমার পরবর্তী টার্গেট….”, ইংল্যান্ডে “রেকর্ড-ব্রেকিং” সেঞ্চুরির পর এবার বড় ঘোষণা বৈভব সূর্যবংশীর
এদিকে, বিলাওয়ালের এই বক্তব্যের পর পাকিস্তানে (Pakistan) তোলপাড় শুরু হয়েছে এবং হাফিজ সইদের ছেলে সাফাই দিতে এগিয়ে এসেছেন। এদিকে, পাকিস্তানে রাষ্ট্রপতিকে অপসারণের খবর প্রকাশের পর থেকে স্বাভাবিকভাবেই পাকিস্তানের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে।