পুজো শেষ, আগামীকাল থেকেই অফিস! মেট্রো ঠিকঠাক চলবে তো কাল?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে শেষ দুর্গাপুজো। দশমীর রাত কাটলেই আগামীকাল একাদশীতে খুলে যাবে বেশ কিছু অফিস। কয়েকদিনের আনন্দ কাটিয়ে এবার কর্মক্ষেত্রে ফেরার পালা। পুজোর দিনগুলিতে মেট্রোয় (Kolkata Metro) ছিল উপচে পড়া ভিড়। যাত্রীদের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছিল মেট্রো সংখ্যাও। আগামীকালও মেট্রো (Kolkata Metro) পরিষেবা স্বাভাবিক থাকবে তো?

একাদশীতে পরিষেবা কেমন থাকবে কলকাতা মেট্রোয় (Kolkata Metro)?

পুজোর শুরু থেকেই মেট্রোয় (Kolkata Metro) নানান সুবিধা দেওয়া হয়েছিল যাত্রীদের জন্য। তবে একাদশীতে ব্লু লাইনে মেট্রোর সংখ্যা কমবে বলে জানা গিয়েছে। এদিন ব্লু লাইনে মোট ২৩৬ টি মেট্রো (Kolkata Metro) চলবে জানানো হয়েছে। একাদশীর দিন ভিড় কম থাকবে বলেই মনে করা হচ্ছে,তাই এদিন মেট্রোর সংখ্যা কম থাকবে বলে জানানো হয়েছে।

Will Kolkata Metro service be same tomorrow

কখন চলবে প্রথম মেট্রো: পুজোর সময় ২৭২ টি মেট্রো চালানো হয়েছিল। তবে একাদশীতে শুক্রবার মেট্রো (Kolkata Metro) সংখ্যা কম থাকবে বলেই জানানো হয়েছে। এদিন নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫০ এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর সকাল ৬ টা ৫৪ তে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম সকাল ৬ টা ৫৫ তে চলবে প্রথম মেট্রো (Kolkata Metro)।

আরও পড়ুন : শাহরুখের মুকুটে নতুন পালক, টম ক্রুজ-টেলর সুইফটদের পেছনে ফেলে বিশ্বের ধনীতম অভিনেতা কিং খান

শেষ মেট্রোর সময় কখন: আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো চলবে রাত ৯ টা ২৮ এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ৯ টা ৩২ এ এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম শেষ মেট্রো (Kolkata Metro) চলবে রাত ৯ টা ৪৪ এ। তবে ব্লু লাইন বাদে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন এবং পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন : পড়ে না পেঁয়াজ-রসুন, ভোগের স্পেশ্যাল নিরামিষ পাঁঠার মাংসের রেসিপি জানালেন সুদীপা

শারদোৎসবে অনেকেই পুজো পরিক্রমার জন্য ভরসা করেছিলেন মেট্রোর উপরে। কলকাতা মেট্রোর পরিসংখ্যান বলছে, তৃতীয়ার দিন মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে ভিড় করেছিল প্রায় ৬.৭৭ লক্ষ যাত্রী। গ্রিন লাইনে যাত্রী হয়েছিল ২.৩২ লক্ষ। পুজোর সময়ে মেট্রোয় (Kolkata Metro) কোনও বিভ্রাট হয়নি বলেই খবর। মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ব্লু লাইন সহ ইয়েলো, গ্রিন লাইনেও পরিষেবা ছিল স্বাভাবিক।