শুরুর আগেই ফাটল, মমতার উপর বেজায় চটে নীতীশ, অনিশ্চিত INDIA জোটের ভবিষ্যৎ

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে রীতিমত হুলস্থুল পড়ে গিয়েছে ‘ইন্ডিয়া জোট’র (INDIA Alliance) অভ্যন্তরে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই রণনীতি সাজাতে তৎপর হয়ে পড়েছে জোটের শরিকি দলগুলি। একটার পর একটা বৈঠক ডেকে চলছে জল্পনা কল্পনা। তারমধ্যেই শোনা যাচ্ছে শরিকি দলের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে মনোমালিন্যের ছায়া। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বিরাগভাজন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রীর মুখ কে হবে তা নিয়ে চলে বিস্তর আলোচনা। আর সেখানেই মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তাতেই নাকি বেজায় খাপ্পা নীতীশ কুমার। রেগেমেগে তো বৈঠক ছেড়েই চলে যান তিনি।

তারপরেই আলাদা বৈঠকের ডাক দেন নীতীশ। আগামি শুক্রবার জেডি(ইউ)-র রাষ্ট্রীয় কার্যকারণী ও রাষ্ট্রীয় পরিষদের বৈঠকের কর্মসূচি রয়েছে বলে খবর। শোনা যাচ্ছে শুক্রবারের এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। জেডিইউ-র প্রচারের কাজের পাশাপাশি ইন্ডিয়া জোটে জেডিইউ-র অবস্থান কী হবে এবং আদৌ জেডিইউ জোটে থাকবে কি না তা নিয়ে চলবে আলোচনা।

আরও পড়ুন : ২৩ বার ব্যর্থ হওয়ার পর ৫৫ বছর বয়সে MSC পাশ করলেন দরিদ্র নাইট গার্ড! কুর্নিশ দেশবাসীর

গত ১৮ ডিসেম্বর জোটের চতুর্থ বৈঠক ছিল। রাজনৈতিক কারবারিদের ধারণা ছিল, এই বৈঠকেই জোটের কনভেনার হিসাবে নীতীশ কুমারের নাম ঘোষণা করা হবে। তবে তা না করে খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে বসেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপর থেকেই কানাঘুষা খবর, মমতার প্রস্তাবে বেজায় ক্ষুব্ধ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

আরও পড়ুন : নতুন বছরে মাত্র ৪৫০ টাকায় মিলবে গ্যাস! বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

why is this chief minister angry 1610854735 1302

কেবল নীতীশ কুমারই নয়, সেই সাথে লালু প্রসাদ যাদবও নাকি বেজায় চটেছেন বলে খবর। এবং জেডিইউ-র আসন্ন বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী মুখ হলে নীতীশ কুমার এবং তার জেডিইউ ‘ইন্ডিয়া জোট’এ থাকবে কী না, এবং থাকলেও জোটের কাজে দলের কী অবস্থান হবে তা নিয়েও চলবে আলোচনা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর