বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) অসাধারন ছন্দে রয়েছে। এরপর একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও অসাধারণ ছন্দে রয়েছে। ফলস্বরূপ পরপর ৭ ম্যাচে জিতে পয়েন্টস টেবিলের শেষে ভারত। তবে রবিবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তারা মাঠে নামছে এই মুহূর্তে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa)। ভারতের মতো তারাও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছে। তার আগে বিরাট কোহলিদের (Virat Kohli) হেডস্যার, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
শনিবার দুপুরে আচমকাই অনুশীলনের সময় ঘন কালো মেঘ ইডেনের আকাশ ঢেকে ফেলেছিল। অধিনায়ক রোহিত শর্মা চিন্তিত মুখে পিচ এবং আকাশের দিকে অসহায় ভাবে তাকিয়ে ছিলেন। ম্যাচের দিন যদি বৃষ্টি হয় এবং খেলার একটা বড় অংশ ভেস্তে যায় তাহলে কি হবে? রাহুল দ্রাবিড় অবশ্য জানিয়েছেন যে আবহাওয়া নিয়ে চিন্তাভাবনা করা তিনি বহুদিন আগেই ছেড়ে দিয়েছেন। তারা শুধু নিজেদের কাজটুকু করবেন।
কাল বিরাট কোহলির জন্মদিন। সেদিন কোহলির কাছ থেকে বিরাট শো-এর প্রত্যাশায় ভক্তরা। টিকিটের জন্য হাহাকার দেখা গিয়েছে। ৬৭০০০ দর্শক আসন কাল ভরে থাকার আশঙ্কা। এমন পরিস্থিতিতে বৃষ্টি এসে যাবতীয় আনন্দ নষ্ট করে দেয়, তাহলে তা চিন্তার ব্যাপার হবে বৈকি। আজ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে এমন ঘটনা ঘটার পর সমর্থকরা আরও বেশি চিন্তিত।
আরও পড়ুন: জানতাম বৃষ্টি জেতাবে! ৪০১ রান বিলিয়েও ফখরের ব্যাটের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে মন্তব্য বাবরের
আবহাওয়া দপ্তরের নোটিশ ব্যাপারে স্বস্তি দিয়েছে। আকাশ মেঘলা থাকলেও রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই খবর অনেক ক্রিকেটপ্রেমীকেই স্বস্তি দেবে। চলতি বিশ্বকাপের ২ সেরা দলের মধ্যে ম্যাচের দিন এই প্রজন্মের সেরা ক্রিকেটার নিজেরে জন্মদিনের দিন ব্যাট হাতে জ্বলে উঠবেন এমনটাই আশা করছেন অনেকে।
আরও পড়ুন: ইডেনে কোহলিদের ম্যাচের টিকিট নিয়ে তুমুল কালোবাজারি! এবার পুলিশের নিশানায় সৌরভের পরিবার
ভারতের কোচ রাহুল দ্রাবিড় বিরাট কোহলির মনোভাব নিয়েও সাংবাদিকদের সামনে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন বিরাট কোহলি সম্পূর্ণ সুস্থ রয়েছেন মানসিক এবং শারীরিক দুই দিক দিয়েই। ভারতের জার্সিতে ধারাবাহিকভাবে ভালো খেলাটাই কোহলির প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। নিজের ৪৯ তম বা ৫০ তম ওডিআই শতরান নিয়ে কোহলি বিন্দুমাত্র ভাবিত নন বলে সাফ জানিয়ে দিয়েছেন দ্রাবিড়।