বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমে IPL (Indian Premier League) শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ থেকে। মূলত, লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই BCCI (Board of Control for Cricket in India) এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের মাত্র ২১ টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। এদিকে, শনিবার ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে আগামী ১৯ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত মোট ৭ টি দফায় দেশে সম্পন্ন হবে ভোট।
এমন পরিস্থিতিতে সম্প্রতি কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে IPL ২০২৪-এর দ্বিতীয় পর্ব হয়তো ভারতের বাইরে আয়োজনের কথা ভাবা হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ক্রিকেট অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছিল জল্পনা। কিন্তু, এবার পুরো বিষয়টি স্পষ্ট হয়েছে। ইতিমধ্যেই BCCI সচিব জয় শাহ এই প্রসঙ্গে আপডেট দিয়েছেন।
কি জানিয়েছেন BCCI সচিব: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিশ্চিত করেছে, চলতি বছরের IPL বিদেশে আয়োজন করা হবে না। শুধু তাই নয়, BCCI সচিব জয় শাহ এই টুর্নামেন্টের বিদেশে স্থানান্তরের জল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি Cricbuzz-কে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, পুরো লিগটি ভারতে আয়োজন করা হবে। পাশাপাশি, লিগটিকে যে বিদেশে নিয়ে যাওয়া হবে না সেই বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।
আরও পড়ুন: ২ নয়, একলাফে ১৫ টাকা কমল পেট্রোল-ডিজেলের দাম! ভোটের আগে বিরাট উপহার
খারিজ করেছেন মিডিয়া রিপোর্ট: সম্প্রতি এই খবর সামনে এসেছিল যে BCCI কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন এবং উপসাগরীয় দেশে IPL-এর দ্বিতীয় পর্বের আয়োজনের সম্ভাবনা অন্বেষণ করছেন। রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, কিছু ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের তাঁদের পাসপোর্ট জমা করতে বলেছে। কিন্তু, BCCI সেক্রেটারি জয় শাহ এই সব রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন।
আরও পড়ুন: কিছু না করেই প্রতিমাসে মিলবে লক্ষ লক্ষ টাকা! কোহলি-অভিষেকের এই টিপস কাজে লাগান আপনিও
ভারতের বাইরে IPL টুর্নামেন্ট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০০৯ সালে IPL সম্পূর্ণভাবে বিদেশে খেলা হয়েছিল। যেটি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল। এরপরে ২০১৪ সালে, লোকসভা নির্বাচনের কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে IPL-এর প্রথম পর্বের আয়োজন করা হয়। এদিকে, ২০২০ সালে করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে, সংযুক্ত আরব আমিরশাহীতে পুরো IPL খেলা হয়েছিল। এর পাশাপাশি ২০২১ সালেও মহামারীর কারণে, IPL-এর দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হয়।