তৈরি হবে ইতিহাস! এবার একই দলের হয়ে মাঠে নামবেন কোহলি-আজম? সামনে এল বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার হিসেবে বিবেচিত হন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ব্যাট হতে মাঠে নামলেই তৈরি হয় একের পর এক রেকর্ড। এদিকে, পড়শি দেশ পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বিবেচিত হচ্ছেন বাবর আজম (Babar Azam)। কোহলি এবং আজম দু’জনেই বিশ্বমানের খেলোয়াড়।

এবার একই দলের হয়ে মাঠে নামবেন কোহলি (Virat Kohli)-আজম?

যদিও, বাবরের ফর্ম এখন খুব একটা ভালো জায়গায় না থাকলেও তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। এমতাবস্থায় আমরা যদি বলি যে, বিরাট কোহলি (Virat Kohli) এবং বাবর আজম একই দলের হয়ে খেলতে পারেন, তাহলে আপনি অবশ্যই অবাক হবেন? তবে, সম্প্রতি এমন একটি আপডেট সামনে এসেছে যেটি চমকে দিতে পারে সবাইকে। ইতিমধ্যেই আফ্রিকা ক্রিকেটের একজন প্রাক্তন কর্মকর্তাও এই বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন।

   

Will Virat Kohli-Babar Azam enter the field for the same team this time.

জানিয়ে রাখি যে, এক সময় অ্যাফ্রো-এশিয়া কাপের আয়োজন করা হত। যেখানে এশিয়া ও আফ্রিকা মহাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা ছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সেখানে বীরেন্দ্র শেহবাগ থেকে শুরু করে ইরফান পাঠান, ইনজামাম উল হক, জাহির খান এবং শোয়েব আখতারের মতো তারকা খেলোয়াড়রা এশিয়ান একাদশের হয়ে খেলতেন। এই টুর্নামেন্টটি প্রথম ২০০৫ সালে এবং সর্বশেষ ২০০৭ সালে খেলা হয়েছিল। যেখানে জিম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা আফ্রিকা একাদশে একসঙ্গে খেলতেন।

আরও পড়ুন: PNB কেলেঙ্কারি মামলায় ED-র কড়া অ্যাকশন! পলাতক নীরব মোদীর ২৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

“অ্যাফ্রো-এশিয়া কাপ ফের শুরু করা উচিত”: আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান সুমোদ দামোদরের মতে, এশিয়া-আফ্রিকা কাপ আবার আয়োজন করা উচিত। ফোর্বসের সাথে কথা বলার সময় তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি খুবই দুঃখিত যে অ্যাফ্রো-এশিয়া কাপ আয়োজন করা হয়নি। আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনে কিছু সমস্যা ছিল। কিন্তু এখন তা আবার করার কথা ভাবা হচ্ছে। আমার মনে হয় কিছু বুঝতে ভুল হয়েছে। আমাদের সদস্যরা এতে দুঃখ প্রকাশ করেছেন।” তিনি আরও জানান, “এই ব্যাপারে আফ্রিকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার ছিল। এই ম্যাচগুলি এই মুহূর্তে যে রাজনৈতিক উত্তেজনা চলছে তাও কমাতে পারে। ক্রিকেট জিনিসগুলিকে সংযুক্ত করে। আমি মনে করি না খেলোয়াড়রা একে অপরের বিপক্ষে থাকবেন। তাঁরা অবশ্যই এতে খেলতে চাইবেন।”

আরও পড়ুন: গ্রাহকেরা হন সতর্ক! এবার HDFC এবং Axis ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ করল RBI, চমকে দেবে কারণ

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। এমতাবস্থায়, শুধুমাত্র ICC টুর্নামেন্টেই দুই দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। এক্ষেত্রে ভারত এবং পাকিস্তান শুধুমাত্র বিশ্বকাপ এবং এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে, অ্যাফ্রো-এশিয়া কাপ হলে বিরাট (Virat Kohli) ও বাবর একসঙ্গে খেলতে পারবেন। যা ক্রিকেট অনুরাগীদের কাছেও এক বাড়তি প্রাপ্তি হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর