১০ বছর ধরে হেরেই চলেছে মুম্বাই! ম্যাচ হেরে বুমরাকে রাগ দেখালেন রোহিত  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল ২০২৩-এর (IPL 2023) শুরুটা একদমই ভালো হলো না রোহিত শর্মাদের (Rohit Sharma)। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব পিচেও প্রথমে ব্যাট করে তিলক ভার্মা (Tilak Verma) বাদে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বাকি ব্যাটাররা শোচনীয়ভাবে ব্যর্থ হন। ফলস্বরূপ ৮ উইকেটে ম্যাচ হারতে হয় ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। বিরাট কোহলিদের বিরুদ্ধে এই পরাজয় আবারও মন ভেঙে দিয়েছে মুম্বাই সমর্থকদের।

গত দুই বছর ধরে আইপিএলের সবচেয়ে সফল দলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। সেইসঙ্গে তারা একটি লজ্জার রেকর্ড গতকাল হারের পর নিজেদের নামের সঙ্গে জুড়ে নিয়েছে। ২০১৩ সালের আইপিএল থেকে টানা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে চলেছে তারা। এর আগে মরশুমের প্রথম ম্যাচ হেরেও আইপিএল খেতাব জয়ের রেকর্ড রয়েছে তাদের। কিন্তু তাদের সাম্প্রতিক পারফরম্যান্স একটু চিন্তাতেই রাখবে ভক্তদের।

তিনি কাল হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যে তার দল বুমরার অভাব অনুভব করছে কিনা। রোহিত শর্মা জানান যে তিনি অধিনায়ক হিসেবে গত সাত-আট মাস ধরে বুমরাকে হাতে পাচ্ছেন না। তাই গোটা ব্যাপারটা তার অভ্যাস হয়ে গিয়েছে। যদিও রোহিতের এই মন্তব্যে বুমরার প্রতি একটি খোঁচা বা অপ্রীতিকর ভাবনার ইঙ্গিত পেয়েছেন ভক্তরা।

bumrah mumbai indians

তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা গত বছরের আগস্ট মাস থেকেই ঠিকঠাকভাবে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি। বাড়িতে বিশ্রাম নেওয়ার সময়ই তিনি কোমরে চোট পেয়েছিলেন গত বছরের জুলাইতে। তারপর এশিয়া কাপে মাঠে নামতে না পারার পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন তিনি গত। বছরের সেপ্টেম্বরে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি খেলেই ফের তিনি একই চোট পান এবং সেই যে তিনি মাঠ থেকে ছিটকে গিয়েছেন এখনও তার প্রত্যাবর্তন সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে রয়েছে।

এমন অবস্থায় মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি বোলারদের থেকে নিজের প্রত্যাশা অনেক বাড়িয়ে রেখেছেন রোহিত। তিনি স্বীকার করে নিয়েছেন যে বুমরার মত বোলারের অভাব পূরণ করা একেবারেই সহজ নয়। কিন্তু তার মতে বোলারদেরকেই বাড়তি দায়িত্ব নিতে হবে এবং দলের পারফরম্যান্স যাতে ধারাবাহিকভাবে ভালো হয় সেইদিকটা নিশ্চিত করতে হবে।।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর