১৩ই ফেব্রুয়ারির মধ্যেই আবেদন করতে হবে পড়ুয়াদের, রাজ্যের অন্যতম বড় পরীক্ষা!

 

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে বিগত বছরে তারিখ ও ভাষা নিয়ে শোরগোল পড়েছিল।ছাত্রছাত্রীদের মধ্যে। তা অনেকটা নিরসন করতে পেরেছে বর্তমান সরকার। কিন্তু এবার যেন তেমন কোনো ঘটনা না ঘটে তা নিয়ে আগে থেকেই প্রশাসনিক ও কেন্দ্রীয় স্তরে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার মধ্যে প্রকাশিত হলো সময়সূচী।

sbtnV5gdhfhbh 1

কমন এন্ট্রান্স টেস্ট (JENPAS-UG-2020)এর বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ ২০২০-২১ শিক্ষাবর্ষে একাধিক কোর্সের জন্য রাজ্যের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে ভর্তির এই এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০মে,২০২০(রবিবার)৷ তার আগে অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন শুরু হবে ২৩ জানুয়ারি ২০২০ থেকে, চলবে ১৩ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত৷ অনলাইনে আবেদন সহ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে www.wbjeeb.nic.in/ www.wbjeeb.in ওয়েবসাইটে৷

Udayan Biswas

সম্পর্কিত খবর