বাংলা হান্ট ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মামলায় এনসিবি একটি গুরুত্বপূর্ণ সাক্ষী পেয়েছে। এনসিবির তদন্তের সময় এক গুরুত্বপূর্ণ সাক্ষী মুম্বাই কার্যালয়ে পৌঁছায় আর সুশান্ত মামলা নিয়ে অনেক কিছু তথ্য দেয় বলে জানা গিয়েছে।
জগদীশ গোপিনাথ দাস (Jagdish Gopinath Das) পুনের পাবনা ড্যামে ২০১১ সাল থেকে মোটরবোট চালান। জগদীশ গোপিনাথ দাস NCB কে জানায় যে, ২০১৮ সালে আব্বাস আর রমজান আলী আমাকে ফোন করে বলেছিল যে, তাঁরা পাবনা ড্যাম ঘুরে দেখতে চায়। এরপর সুশান্ত সিং রাজপুত আর আব্বাস আলী তাঁর বোটে করে ড্যামে ঘোরে। এমনকি তাঁরা ড্যামে সাঁতারও কাটে।
সাঁতার কাটার পর তাঁরা আবার মোটর বোটের মাধ্যমে তীরে চলে আসে। এরপর তাঁরা ১৬ হাজার টাকা দেয় জগদীশকে। এরপর তাঁরা মাঝে সাঝেই পাবনা ড্যামে আসত আর বোটে করে ঘুরত। তাঁরা ড্যামের মধ্যে একটি আইল্যান্ডে গিয়ে সময়ও কাটাত। তাঁদের বন্ধুরাও আসত ওদের সাথে।
জগদীশ জানায়, সারা আলী খান, রিয়া চক্রবর্তী আর শ্রদ্ধা কাপুর সেখানে আসত। কিন্তু ওঁরা তিনজন একসাথে কখনো আসেনি। সুশান্ত সিং রাজপুত অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা রিয়ার সাথে ওই আইল্যান্ডে সময় কাটাত। এমনকি শ্রদ্ধা কাপুরও সুশান্তের সাথে সেখানে যেত। সারা আলী খান সুশান্তের সাথে ৩ থেকে ৪ বার ওই আইল্যান্ডে গিয়ে পার্টি করেছিল।
এছাড়াও সিদ্ধার্থ পিঠানি, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা, শৌভিক আর জেদও ওই আইল্যান্ডে জেট। তাঁরা ঘণ্টার পর ঘণ্টা আইল্যান্ডে বসে মদ, গাঁজার নেশা করত। জগদীশ জানায়, এদের ব্যাক্তিগত জীবন নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।