আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে বিশ্বব্যাংক, ১৯০ টি গ্রামকে ২৫ লক্ষ টাকা সাহায্য

বাংলাহান্ট ডেস্কঃ আমফানে বিধ্বস্ত সুন্দরবনের (Sundarbans) পাশে এসে দাঁড়াল বিশ্ব ব্যাংক (world bank)। দুই ২৪ পরগনার ১৯০ টি গ্রামকে গড়ে ২৫ লক্ষ টাকা দেবার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সুপার সাইক্লোন আমফান বিধ্বস্ত বাংলার সুন্দরবন। এখনো বহু অঞ্চল জলের তলায়। ধ্বংস হয়েছে বহু বাড়ি, চাষের জমি থেকে শুরু করে নদীবাঁধ। এখনো বিশাল সংখ্যক মানুষের মাথা গোঁজার ঠাঁই টুকু নেই। এমতাবস্থায় সুন্দরবনের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ব্যাংক।

PicsArt 06 13 01.36.58

 

রাজ্যের পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, সুন্দরবন অঞ্চলের ১৯০ টি গ্রাম সুপার সাইক্লোন আমফানে ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত। গত সপ্তাহে হওয়া একটি ভিডিও কনফারেন্সে বিশ্বব্যাংকের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন পঞ্চায়েত আধিকারিকরা। তারপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের তরফে।

জানা যাচ্ছে, ১৯০ টি গ্রামকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে বিশ্ব ব্যাংক। শুধু প্রয়োজনীয় জায়গায় টাকা খরচ করা হবে। পরবর্তী সময়ে আরো টাকা সাহায্যের আশ্বাসও দিয়েছে তারা।

বাংলায় আমফানের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ৷ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির৷ সুপার সাইক্লোনের ধংসলীলায় তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ৷ ঘূর্ণিঝড় আমফানের এই ভয়াবহতাকে আয়লার থেকেও ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেছিল রাষ্ট্রসংঘ।

সম্পর্কিত খবর