রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়! এবার আরও বিপাকে রাজ্যপাল বোস? তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! গত ২ মে সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। যদিও সাংবিধানিক রক্ষাকবচের জন্য রাজ্যপালের বিরুদ্ধে এই ধরণের অভিযোগের তদন্ত করা যায় না বলে কলকাতা পুলিশ কোনও অভিযোগ দায়ের করেনি। তবে খাতায় কলমে না কলেও রাজভবনের (Raj Bhavan) ওই অস্থায়ী মহিলা কর্মীর বয়ানের ওপর ভিত্তি করে অনুসন্ধানে নামে পুলিশ। এরপর জল অনেকদূর গড়িয়েছে। এবার এই কাণ্ডেই চলে এল নতুন এক মোড়।

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠায় আগেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এমনকি রাজভবনের কিছু সিসিটিভ ফুটেজ সংগ্রহ করে তা ওই মহিলার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করেছিল পুলিশ। তদন্তে উঠে আসছিল নানান তথ্য। যদিও কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) স্থগিতাদেশ দেওয়ায় কলকাতা পুলিশের ওই তদন্ত মাঝপথেই বন্ধ হয়ে যায়।

রাজ্যপাল বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না। এবার সোজা সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন রাজভবনের ওই মহিলা কর্মী।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে DA মামলার মোড়ঘোরানো আপডেট! শুনানির আগেই বিরাট ‘খবর’, তোলপাড় বাংলা!

সূত্র মারফৎ জানা যাচ্ছে, রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের ‘নির্যাতিতা’ রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন (Writ Petition) দাখিল করেছেন। দেশের সর্বোচ্চ আদালত এই মামলা গ্রহণ করে কিনা আপাতত সেদিকেই নজর সকলের। এদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গভর্নর বোস (CV Ananda Bose) মানহানির মামলা করার পরেই তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ আনা ওই অস্থায়ী মহিলা কর্মী। ফলে স্বাভাবিকভাবেই ওই বিষয়টি নিয়েও শুরু হয়েছে চর্চা।

CV Ananda Bose

উল্লেখ্য, রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠলেন তিনি শুরু থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন। তবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁকে নিশানা করেছেন। সম্প্রতি বরানগর এবং ভগবানগোলার দুই নবনির্বাচিত সাংসদের শপথ নেওয়া নিয়ে টানাপোড়েনের মাঝেই এই ইস্যু নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি বলেন, ‘রাজভবনে যা সব কীর্তি, কেলেঙ্কারি ঘটছে, তাতে মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে;। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই কোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর