বাংলাহান্ট ডেস্ক: টলিউডে (tollywood) এখন সব লাইমলাইট নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্তের (yash dasgupta) উপর। দিওয়ালির পর থেকেই হঠাৎ করে যেন দূরত্ব বেড়ে গিয়েছে নুসরত ও নিখিল জৈনের (nikhil jain) মধ্যে। আর এখন তো তা আরো অনেক বেশি স্পষ্ট। নিখিলের জায়গা এখন দখল করেছেন যশ, এমনি গুঞ্জন শোনা যাচ্ছে টলিউড সহ নেটপাড়ার প্রায় সর্বত্রই।
সম্প্রতি নুসরত ও যশের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণেশ্বর মন্দিরে দুজনের একসঙ্গে দেখা যায়। এই বিষয়ে নুসরত ও নিখিল কিছু না বললেও সংবাদ মাধ্যমের সামনে বেশ ক্ষেপেই উঠেছেন যশ।
তাঁর স্পষ্ট বক্তব্য, যে ভিডিওর কথা বলা হচ্ছে তা গত বছরের ডিসেম্বরের। দুই তারকার একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল এই ভিডিও। সেই ভিডিও নিয়ে এখন এত জলঘোলা কেন করা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। রাজস্থান যাওয়া নিয়েও মন্তব্য করতে ছাড়েননি যশ। তাঁর প্রশ্ন, রাজস্থান কি কেউ যেতে পারেনা?
অপরদিকে সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন নিখিল। নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফিলটার, ফিলার ও ফলোয়ারের পেছনে ছুটবেন না।’ তাঁর এই ক্যাপশন দেখে অনেকেই মনে করেছেন নুসরত বা যশের উদ্দেশেই কটাক্ষ করেছেন তিনি।
কিছুদিন আগেই জানা গিয়েছিল একসঙ্গে রাজস্থান ঘুরতে গিয়েছেন যশ ও নুসরত। সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি শেয়ার না করলেও দুজনের ফ্যান পেজের তরফে সোশ্যাল মিডিয়ায় তাঁদের আজমের শরীফ ঘুরতে যাওয়ার ছবি ফাঁস হয়ে যায়। তা দেখেই তুঙ্গে ওঠে গুঞ্জন। এমনকি শোনা যায় একসঙ্গে বিলাসবহুল রিসর্টেও সময় কাটিয়েছেন যশ ও নুসরত।