বাংলাহান্ট ডেস্কঃ উৎসবের মরশুম প্রায় শেষ হতে চলল। আজ মহা নবমী। তবে ইতিমধ্যেই দশমী তিথিও শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মন্দিরে মন্দিরে শুরুও হয়ে গিয়েছে পূজা অর্চনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi adityanath) শুরু করলেন দশেরা (Dussehra) পূজার আরতি।
এবছর বিজয়া দশমীর তিথি শুরু হয়েছে ২৫ শে অক্টোবর রবিবার সকাল ১১ টা বেজে ১১ মিনিট ৫ সেকেন্ড থেকে এবং তিথি থাকছে ২৬ শে অক্টোবর সোমবার সকাল ১১ টা বেজে ২৯ মিনিট ৫৭ সেকেন্ড পর্যন্ত।
Gorakhpur: Chief Minister Yogi Adityanath performs Pooja at Gorakhnath temple
Visuals of UP CM offering his prayers on #Dussehra pic.twitter.com/cezEbtIoOB
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 25, 2020
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই দশমী পূজা অর্থাৎ দশেরা পূজার শুভ সূচনা করেছেন। গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে তিনি আরতি করে দশেরা পুজোর শুভ সূচনা করলেন।
রবিবার সকালে প্রথমে ৯ জন কন্যাকে পা ধুয়ে দিয়ে পুজো করার পর তাদের খাবারের আয়োজন করেন। এরপর বিশেষ পোশাক পরিধান করে দশেরা পুজো শুরু করেন আরতির মাধ্যমে।