চাকরির সাথেই মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হবে মোটা আয়

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে মারাত্মকভাবে ধ্বস খেয়েছে ভারতীয় অর্থনীতি, যার জেরে অনেকেই যেমন চাকরি হারিয়েছেন তেমনই আবার অনেকেরই মাসিক বেতন অনেক কমে গিয়েছে। তাই চাকরির সাথে সাথেই অন্য কোন ব্যবসা করার কথা ভাবতে শুরু করেছেন অনেকেই। আজ আপনাকে এমন কিছু ব্যবসার কথা বলব যা আপনি ঘরে বসেই শুরু করতে পারবেন এবং এর জন্য চাকরি ছাড়ার কোনও প্রয়োজন নেই। অথচ আপনি যদি সঠিকভাবে এই ব্যবসা করতে পারেন তাহলে মাসে লক্ষ টাকা আয় করার কোনও বড় ব্যাপার নয়।

images 2021 10 28T210901.253

চক তৈরির ব্যবসাঃ
চক এমন একটি বস্তু যা স্কুল-কলেজের ক্ষেত্রে একেবারে অপরিহার্য। চক তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস নামক একটি সাদা পাউডার থেকে। জিপসাম পাথর থেকে তৈরি এই প্লাস্টার অফ প্যারিস চক তৈরির প্রধান উপাদান। সাদা চকের সাথে সাথে আপনি রঙিন চকও তৈরি করতে পারবেন এর মাধ্যমে। জানিয়ে রাখি ঘরে বসে মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন আপনি। এরপর অনলাইন অথবা অফলাইন যে কোনভাবেই আপনার তৈরি চক মার্কেটিং করা যেতে পারে।

images 2021 10 28T210808.430

খাম তৈরির ব্যবসাঃ
অফিস-আদালত বলুন বা সাধারণ জীবনে বিভিন্ন ধরনের খাম একটি অপরিহার্য বস্তু। নানা ধরনের জিনিস প্যাকেজিং করতে খাম ব্যবহৃত হয়। চিঠিপত্র, গ্রিটিংস কার্ড তো বটেই খাম ছাড়া কোন কিছুই সঠিকভাবে প্যাকেজিং করা সম্ভব নয়। সবচেয়ে বড় বিষয় হলো এই ব্যবসা অসম্পূর্ণ বাড়িতে বসেই শুরু করতে পারেন আপনি। এক্ষেত্রে আপনাকে ১০ থেকে ১২ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। পরে ব্যবসা চলতে শুরু করলে মেশিনের ব্যবহার করেও খাম তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ২ থেকে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

টিপ তৈরীর ব্যবসাঃ
টিপের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। আগে সাধারণত বিবাহিত মহিলারা এটি বেশি ব্যবহার করতেন। এখন কিন্তু বিদেশেও টিপ যথেষ্ট জনপ্রিয়। তাছাড়াও নতুন প্রজন্মের মধ্যেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। এক্ষেত্রেও খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হবে না আপনার। বাড়ি বসে সাইড বিজনেসের মতই আপনি শুরু করতে পারেন এই ব্যবসা।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর