করোনার টিকা আবিষ্কার করতে গিয়ে আটক ভুবনেশ্বরের সপ্তম পাশ যুবক

গোপনে করোনার টিকা (corona vaccine) আবিষ্কার করতে গিয়ে পুলিশের হাতে আটক হল এক স্কুল ছুট যুবক। ওড়িশার বারগড়ের রাসুদ গ্রাম থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর রাসায়নিক, নকল লেবেল ও ইঞ্জেকশন।

corna
করোনা ভ্যাকসিন/ corona Vaccine

জানা গিয়েছে, প্রহ্লাদ বিসি ঐ যুবক মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে নকল করোনার টিকা তৈরির চেষ্টায় ছিলেন। তার কাছ থেকে প্রচুর পরিমানে কোভিড ১৯ ভ্যাকসিন লেখা শিশি উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ তার ডেরায় হানা দিয়ে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে।

প্রহ্লাদকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে অবাক হয়ে যায় পুলিশ। পুলিশ জানতে পেরেছে বিজ্ঞান বিভাগ তো দূরের কথা মাধ্যমিকের গন্ডিও টপকায় নি প্রহ্লাদ। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া সমস্ত রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই রাসায়নিক গুলি কতটা মারাত্মক তা জানা যাবে পরীক্ষার পরেই। তবে স্বস্তির খবর, প্রহ্লাদের তৈরি করোনার টিকা বাজারে আসেনি।

 

 


সম্পর্কিত খবর